5000mAh ব‍্যাটারী ও 6GB RAM এর সঙ্গে লঞ্চ হল Realme C17, দেখে নিন টপ ফিচার

চীনের টেক কোম্পানি রিয়েলমি আজ ভারতে তাদের ‘রিয়েলমি 20’ সিরিজে Realme Narzo 20, Realme Narzo 20A ও Realme Narzo 20 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এক‌ই সঙ্গে কোম্পানি তাদের ‘সি’ সিরিজে Realme C17 ফোনটি পেশ করেছে। তবে এই ফোনটি সবার আগে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত Realme C17 ফোনটি কোম্পানি আলাদা ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের মাধ্যমে পেশ করেছে। আপাতত ভারতে ফোনটির লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এবার দেখে নেওয়া যাক এই ফোনের সমস্ত বিশেষত্ব।

আরও পড়ুন: মাত্র 8,699 টাকা দামে রিয়েলমিকে টক্কর দিতে এল 6000mAh ব‍্যাটারী ও ট্রিপল ক‍্যামেরাওয়ালা এই সস্তা স্মার্টফোন

ডিজাইন

কোম্পানি তাদের Realme C17 ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাট‌আউট যোগ করেছে। এই পাঞ্চ হোলের কারণে ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস। তবে ফোনটির নিচের দিকে অল্প চিন পার্ট আছে। Realme C17 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে এল শেপের কোয়াড ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের মধ্যে এল‌ইডি ফ্ল‍্যাশ লাইট রয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের সোজাসুজি নিচের দিকে কোম্পানির ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে।

ডিসপ্লে

Realme C17 এ 6.5 ইঞ্চির 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত IPS LCD প‍্যানেল আছে। এই ফোনের স্ক্রিন রেজলিউশন 720 × 1600 পিক্সেল এবং এটি 600 নিটস প্রিমিয়াম ব্রাইটনেসে কাজ করে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90 শতাংশ।

আরও পড়ুন: লঞ্চ হল OPPO Reno4 SE 5G, এতে আছে 8GB RAM, 32MP সেলফি ক‍্যামেরা ও 65W SuperVOOC টেকনোলজি

ক‍্যামেরা

সেলফির জন্য Realme C17 এ এআই বিউটি সাপোর্ট ও পোর্ট্রেট মোডযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, 119 ডিগ্রি 8 মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো শুটার 4cm ডিস্টেন্স ও 2 মেগাপিক্সেলের B&W পোর্ট্রেট লেন্স আছে।

হার্ডওয়্যার

এই ফোনে কোম্পানি 1.8 ক্লক স্পীডযুক্ত 11 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেট দিয়েছে। Realme C17 এ অ্যাড্রিনো 610 জিপিইউ দেওয়া হয়েছে। এই ফোনে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি বাড়ানো যায়। মনে করা হচ্ছে কোম্পানি আগামী দিনে এই ফোনটির আরও র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করবে। এছাড়া এই ফোনটি রিয়েলমি ইঈআইয়ের লেয়ারিং সহ অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আরও পড়ুন: Vodafone Idea এর এই 5টি প্ল‍্যানে পাওয়া যায় অসাধারণ অফার, রিচার্জ শুরু মাত্র 355 টাকা থেকে

ব‍্যাটারী

এই ফোনে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 34 দিন স্ট‍্যান্ডবাই টাইম, 18.6 ঘন্টা ভিডিও প্লেব‍্যাক, 12.3 ঘন্টা PUBG গেমিং ও 83.4 ঘন্টা মিউজিক প্লেব‍্যাক দিতে সক্ষম। এই ব‍্যাটারী 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এটি ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।

দাম

বাংলাদেশে Realme C17 ফোনটির দাম BDT 15,990।অর্থাৎ প্রায় 13,800 ভারতীয় টাকা রাখা হয়েছে। ফোনটি আপাতত 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 22 সেপ্টেম্বর প্রথমবার ফোনটি সেল করা হবে। ফোনটি Navy Blue ও Lake Green কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here