4,000 এম‌এএইচ ব‍্যাটারী,।13 মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ হল Realme C2, দাম মাত্র 5,999 টাকা

কিছু দিন আগে আমরা খবর দিয়েছিলাম রিয়েলমি 22 এপ্রিল একটি ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্টের মঞ্চে রিয়েলমি 3 প্রোর সঙ্গে Realme C2 লঞ্চ করা হবে। রিয়েলমি 3 প্রোর কথা সবাই জানলেও Realme C2 একটি এক্সক্লুসিভ খবর ছিল, অথচ আজ ইভেন্ট শুরু হ‌ওয়ার পর কোম্পানি সবার আগে এই ফোনটিই লঞ্চ করে। কম দামের এই ফোনটি অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত। ভারতে ফোনটির প্রাথমিক দাম 5,999 টাকা এবং এই ফোনটি 15 মে থেকে সেল করা হবে।

Redmi Note 7 Pro কে টক্কর দিতে এল Realme 3 Pro, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু

Realme C2 তে 6.1 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত। এই দামে এটি প্রথম ফোন যা ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে যা কালার ওএস 6.0 যুক্ত। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত অক্টাকোর প্রসেসর ব‍্যবহার করেছে।

এই ফোনটি 2 জিবি ও 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 2 জিবি র‍্যাম ভেরিয়েন্টে 16 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। 3 জিবি মডেলে 32 জিবি স্টোরেজ আছে। এই ফোনে মেমরি কার্ড সাপোর্ট করে। সবচেয়ে বড় কথা এতে তিনটি স্লট আছে, অর্থাৎ এই ফোনে এক‌ই সঙ্গে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যাবে।

শাওমিক টক্কর দিতে এল Asus ZenFone Live L2, একবার চার্জ করলে চলবে 42 দিন

ফোটোগ্ৰাফির জন্য Realme C2 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ই ভাবে এই ফোনে সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন‍্য‍ এই ফোনে 4জিসহ ওয়াইফাই ও ব্লুটুথ আছে। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকলেও ফেস আনলক ফিচার আছে। ডেটা ও চার্জিঙের জন্য এই ফোনে মাইক্রোইউএসবি 2.0 আছে।

ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Y3, কোম্পানি পেশ করল ভিডিও

Realme C2 এর 2 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 5,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এবং ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 7,999 টাকার বিনিময়ে কেনা যাবে। ভারতে ফোনটি অনলাইনে ফ্লিপকার্ট ছাড়া রিয়েলমি অফলাইন পার্টনার স্টোর থেকেও কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here