শীঘ্রই C-সিরিজের প্রথম 5G ফোন হিসাবে লঞ্চ হবে Realme C65 5G, জেনে নিন বিস্তারিত

গত এক মাস ধরে মোবাইল ফোনের বাজারে যথেষ্ট কম স্মার্টফোন লঞ্চ হচ্ছে, তবে ডিসেম্বর পড়তে না পড়তেই আবার একের পর এক ফোন লঞ্চ শুরু হয়ে যাবে। জতদুর শোনা যাচ্ছে আগামী 12 ডিসেম্বর ভারতে আইকু 12 লঞ্চ হবে। আমরা খবর পেয়েছি খুব তাড়াতাড়ি Realme তাদের C সিরিজের অধীনে প্রথম 5G স্মার্টফোন পেশ করতে চলেছে। কোম্পানির এই ফোনটি Realme C65 5G নামে লঞ্চ করা হবে। রিয়েলমির অত্যন্ত ঘনিষ্ঠ এক ইন্ডাস্ট্রি সোর্স থেকে আমরা এই খবর পেয়েছি। আরও পড়ুন: 16GB RAM এবং শক্তিশালী প্রসেসর সহ গীকবেঞ্চে লিস্টেড হল Redmi K70, শীঘ্রই হতে পারে লঞ্চ

Realme C65 5G এর এক্সক্লুসিভ ডিটেইলস

ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে আমরা খবর পেয়েছি কোম্পানি ভারতে এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে এবং তিনটি স্টোরেজ অপশনে সেল করবে। এই ফোনের মডেল নাম্বার RMX783 IN এবং এই ফোনটি পার্পল এবং গ্রীন কালারে সেল করা হবে।

এই ফোনে 128জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে, তবে এই ফোনের তিনটি RAM অপশন সেল করা হবে। ফোনটির 4GB, 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট পেশ করা হবে। আরও পড়ুন: সস্তা itel S23+ ফোনে পাওয়া যাবে iPhone এর মতো ফিচার, ব্র্যান্ড দিল নতুন আপডেট, জেনে নিন বিস্তারিত

  • 4GB RAM + 128GB
  • 6GB RAM + 128GB
  • 8GB RAM + 128GB
  • গ্রীন এবং পার্পল কালার

Realme C65 5G এর লঞ্চ টাইমলাইন

এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ সম্পর্কে না জানলেও আমাদের পাওয়া খবর অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ডিসেম্বর মাসের শুরুর দিকে পেশ করা হতে পারে। এই ফোনটি লো বাজেট সেগমেন্টে সেল করা হবে। অর্থাৎ ফোনটির দাম 12 হাজার টাকা থেকে 15 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।

  • ডিসেম্বরের শুরুতে হতে পারে লঞ্চ
  • 12 থেকে 15 হাজার টাকার রেঞ্জ্র হবে সেল

রিয়েলমির নারজো সিরিজের পরেই স্থান সি সিরিজের এবং এই সিরিজের অধীনে বাজেট ক্যাটাগরির অ্যান্ড্রয়েড ফোন পেশ করা হয়ে থাকে। কোম্পানি সি1 লঞ্চ করে এই ফোনের সূচনা করলেও গত বছর এই সিরিজে সি51, সি53 এবং সি55 নামের ফোনগুলি পেশ করা হয়েছে। বাজেট সেগমেন্টের এই সিরিজের প্রায় প্রতিটি ফোনই যথেষ্ট জনপ্রিয়। আরও পড়ুন: প্রেম এবং চুরির যৌথ রেকর্ড! 33টি iPhones চুরি করে প্রেমিকাকে গাড়ি কিনে দিল ডেলিভারি বয়

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here