প্রেম এবং চুরির যৌথ রেকর্ড! 33টি iPhones চুরি করে প্রেমিকাকে গাড়ি কিনে দিল ডেলিভারি বয়

আজ্ঞে হ্যাঁ! ঠিকই পড়েছেন। এমন মোটেই নয় যে আপনি ভুল প্রলেন বা আমি ভুল ইখলাম। এই ঘটনা ঘটেছে টার্কিতে, যেখানে এক ডেলিভারি বয় প্রায় 25 লক্ষ টাকা দরের 33টি iPhones চুরি করেছে। এই ঘটনা ঘটিয়েছেন শুধুই তাঁর গার্লফ্রেন্ডের জন্য। সম্পূর্ণ ঘটনা নিচে জানানো হল। আরও পড়ুন: 8GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল সস্তা ফোন Tecno Spark Go 2024, জেনে নিন বিস্তারিত

গার্লফ্রেন্ডের জন্য চুরি 33টি iPhones

এই অবাক করা ঘটনা ঘটেছে টার্কিতে যেখানে Azim G নামক এই ব্যাক্তি গোটা ঘটনার মুখ্য চরিত্র। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আজিম নামের এই ব্যাক্তি একটি কোরিয়ার কোম্পানিতে চাকরি করতো। কিছু দিন আগে তিনি অ্যাপেল আইফোনের পার্সেল কোনো মলে অবস্থিত টেকনোলজি স্টোরে পাঠানোর একটি অর্ডার পান।

তিনি অর্ডার রিসিভ করেন এবং কাজের জন্য বেড়িয়ে যান। আজিমের প্যাকেজে 33টি iPhones ছিল। এখানে তাঁর মতিভ্রম ঘটে। গন্তব্যে প্রোডাক্ট পৌঁছানোর বদলে তিনি গোটা পার্সেল চুরি করে নেন। এই সমস্ত ফোনের মোট দাম $30,000 অর্থাৎ ভারতীয় টাকার দরে প্রায় 24,97,800 টাকার কাছাকাছি। আরও পড়ুন: Virat Kohli-কে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে পাবেন? সঙ্গে রইল কিং কোহলির 50টি সেঞ্চুরির লিস্ট

আইফোন বেচে গাড়ি

33টি আইফোন চুরি করে আজিম সেগুলি বেচতে শুরু করে। তিনি এতটাই চালাক যে কয়েক দিনের মধ্যেই সমস্ত আইফোন বিক্রি করে ফেলেন এবং সেই টাকায় নিজের গার্লফ্রেন্ডের জন্য একটি গাড়ি কেনেন। জানিয়ে রাখি টার্কির নাম সেইসব দেশের লিস্টে আসে যেখানে সবচেয়ে বেশি দামে আইফোন বেচা হয়। সেখানে iPhone 15 Pro Max ফোনটি প্রায় 2,70,000 টাকা দামে বেচা হয়।

তবে এই দুই লাভ বার্ডের খুশি খুব বেশি দিন টেকেনি। আইফোন স্টোর যখন খেয়াল করল তাদের 33টি iPhone মিসিং এবং ডেলিভারি বয়কেও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ চেক করে এবং তদন্ত করে পুলিশ আজিমের বাড়িতে রেইড করে 5টি আইফোন পায় ও সেই সঙ্গেই পায় নতুন গাড়ি। পুলিশের পক্ষ থেকে সেই পাঁচটি আইফোন এবং গাড়ি সব কিছুই বাজেয়াপ্ত করা হয়। আরও পড়ুন: 28 নভেম্বর 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ চীনে লঞ্চ হবে Vivo Y100i, প্রকাশ্যে এল টিজার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here