সস্তা itel S23+ ফোনে পাওয়া যাবে iPhone এর মতো ফিচার, ব্র্যান্ড দিল নতুন আপডেট, জেনে নিন বিস্তারিত

Highlights

  • সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল itel S23+।
  • এতে নতুন OTA আপডেট পাওয়া যাবে।
  • ইউজাররা এখন নতুন ফিচার উপভোগ করতে পারবেন।

গত সেপ্টেম্বর মাসে আইটেল ইউজারদের জন্য সস্তা সুন্দর itel S23+ ফোনটি পেশ করেছিল। এবার কোম্পানি এই ফোনে আইফোনের মতো ডায়নামিক আইল্যান্ড ফিচার যোগ করবে বলে জানিয়েছে। OTA আপডেটের মাধ্যমে এই ফিচার পাওয়া যাবে। এতে ইউজাররা নোটিফিকেশন দেখতে পারবেন এবং স্ক্রিনের লুকও যথেষ্ট প্রিমিয়াম হয়ে যাবে। চলুন বিস্তারিত জেনে নেও যাক এই ফিচার সম্পর্কে। আরও পড়ুন: প্রেম এবং চুরির যৌথ রেকর্ড! 33টি iPhones চুরি করে প্রেমিকাকে গাড়ি কিনে দিল ডেলিভারি বয়

itel S23+ ফোনে পাওয়া যাবে আইল্যান্ড ফিচার

  • ডায়নামিক আইল্যান্ড ফিচারের মাধ্যমে ইউজাররা ফেস আনলক, ব্যাকগ্রাউন্ড কল, চার্জিং অ্যানিমেশন, চার্জ ফুল হওয়ার রিমাইন্ডার এবং লো ব্যাটারি রিমাইন্ডারের মতো নোটিফিকেশন দেখতে পারবেন।
  • নতুন আপডেটে ক্যামেরা সফটওয়্যারও আপডেট পাবে। যার ফলে ফটো এবং ভিডিও কোয়ালিটি আরও সুন্দর হয়ে যাবে।
  • ইউজারদের আপদকালীন অ্যালার্ট দেওয়ার জন্য ফোনে সেল ব্রডকাস্টিং ফিচার দেওয়া হবে। যার ফলে তাঁরা সুরক্ষিত থাকতে পারবেন। এছাড়াও নতুন আপডেটে AR মাপার সুবিধা পাওয়া যাবে।

itel S23 Plus OTA আপডেট কিভাবে ডাউনলোড করবেন?

ফোনে এই আপডেট ওভার দা এয়ার অর্থাৎ OTA আপডেট হিসাবে পাওয়া যাবে। অর্থাৎ সরাসরি এই আপডেট ফোনে পাওয়া যাবে। তবে সেটিংস অপশনে ম্যানুয়ালিও এটি চেক করা যাবে। এই বিষয়ে নিচে জানানো হল। আরও পড়ুন: 8GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল সস্তা ফোন Tecno Spark Go 2024, জেনে নিন বিস্তারিত

  • প্রথমে সেটিংস মেনুতে যান।
  • স্ক্রল করে সিস্টেম আপডেটে ক্লিক করুন।
  • এবার ফোনের সিস্টেম আপডেট চেক করা হবে।
  • ফোনের জন্য নতুন আপডেট জারি করা হয়ে থাকলে এটি ডাউনলোড করতে হবে।
  • এটি ইনস্টল করার জন্য স্ক্রিনে দেওয়া নির্দেশ ফলো করতে হবে।
  • জানিয়ে রাখি itel S23 Plus ফোনের আপডেট সাইজ প্রায় 269MB।

itel S23+ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: itel S23+ ফোনটিতে 6.78 ইঞ্চির এমোলেড কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 60Hz রিফ্রেশরেট, 1080 x 2400 পিক্সেল রেজলিউশন, 500 নিটস পীক ব্রাইটনেস এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর কোটিং রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডজুক্র Unisoc Tiger T616 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্তারনেল স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনের RAM বাড়ানোর জন্য এতে 8GB virtual RAM যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: এতে 10x জুম এবং LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং আইটেল ওএস 13 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here