শীঘ্রই আসতে চলেছে Realme GT 5 Pro, ফোনের টিজার শেয়ার করেছে কোম্পানি

Highlights

  • প্রত্মে চীনে লঞ্চ করা হবে Realme GT 5 Pro।
  • এরপর ফোনটি ভারতেও লঞ্চ করা হতে পারে।
  • এই ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হতে পারে।

রিয়েলমি তাদের জিটি সিরিজের অধীনে আরেকটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি Realme GT 5 Pro নামে পেশ করা হবে। কোম্পানি এই ফোনটি সম্পর্কে একটি টিজারও শেয়ার করেছে। এই ফোনটি Realme GT 5 এর প্রো ভেরিয়েন্ট হিসাবে পেশ করা হবে। প্রথমে এই ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে। এরপর ভারত সহ বিশ্বের অন্যান্য মার্কেটেও ফোনটি সেল করা হবে। এই পোস্টে আপকামিং Realme GT 5 Pro সম্পর্কে জানানো হল।

Realme GT 5 Pro এর টিজার

  • কোম্পানির গ্লোবাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ফোনটির কথা জানানো হয়েছে।
  • এই পোস্টে ফোনের নাম উল্লেখ করা হয়নি, তবে এটি Realme GT 5 Pro হবে।
  • পোস্টে দেখা যাচ্ছে এই ফোনে ম্যাক্স জুম লেন্স দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ফোনটিতে সুন্দর পেরিস্কোপ লেন্স দেওয়া হবে।
  • এর সঙ্গে “This light will shine on realme. Just wait…” লেখা হয়েছে।
  • এই টিজার দেখে মনে করা হচ্ছে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে।

Realme GT 5 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: নতুন রিয়েলমি ফোনে কার্ভড প্যানেল সহ 2K রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 144Hz রিফ্রেশরেট পাওয়া যেতে পারে।
  • প্রসেসর: Realme GT 5 Pro ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এই চিপসেট আগামী অক্টোবর মাসে লঞ্চ করা হবে। হেভি পারফরমেন্সের জন্য এই ফোনে বড় ভেপার চেম্বার থাকবে বলে জানা গেছে।
  • স্টোরেজ: এই ফোনে 24GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এই সেটআপে সোনী আইএমএক্স9XX সিরিজের প্রাইমারি লেন্স, 3X অপটিক্যাল জুম সহ 64MP OV64B পেরিস্কোপ লেন্স এবং 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।
  • ব্যাটারি: এই ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 5.0 থাকতে পারে।
  • অন্যান্য: Realme GT 5 Pro ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম 5G এবং IP68 রেটিঙের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here