লঞ্চের আগে ফ্লিপকার্টে আসলো Realme GT 5G ফোন, 18 আগস্ট হবে ইন্ডিয়াতে এন্ট্রি, এখানে দেখে নিন ফুল স্পেসিফিকেশন্স

Realme ইন্ডিয়ার সিইও মাধব শেঠ বিগত দিনে এনাউন্সমেন্ট করেছিল যে কোম্পানি আগামী 18 আগস্ট ভারতে নিজের নতুন স্মার্টফোন Realme GT 5G লঞ্চ করবে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে আগেই চলে এসেছে যেখানে এটিকে Snapdragon 888 চিপসেট, 12GB RAM আর 65W চার্জিং টেকনিকে‌র সাথে আনা হয়েছিল। আবার এখন ইন্ডিয়াতে লঞ্চ হ‌ওয়ার আগে রিয়েলমি জিটি 5জি এর প্রোডাক্ট পেজ শপিং সাইট ফ্লিপকার্টে লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজের মাধ্যমে এটি পরিস্কার হয়ে গেছে যে ইন্ডিয়াতে Realme GT 5G এর বিক্রি এই ই-কমার্স সাইটে হবে।

Realme GT Master Edition ও হবে লঞ্চ

Realme GT এর ইন্ডিয়া লঞ্চের তথ্য দিয়ে মাধব শেঠ এটি পরিস্কার করে দিয়েছিল যে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হ‌ওয়া মডেলের‌ই স্পেসিফিকেশন্স সাপোর্ট করবে। এটি একটি 5G অনলি ফোন হবে আর ভারতে রিয়েলমি জিটি এর 4G মডেল আনা হবে না। 18 আগস্ট কোম্পানি রিয়েলমি জিটি 5জি ফোনের সাথে Realme GT Master Edition ও লঞ্চ করবে। মাধব শেঠের অনুযী এই পাওয়ারফুল এডিশনের দাম 30,000 টাকার কম‌ই রাখা হবে। রিয়েলমি জিটিকে ইন্ডিয়াতে Dashing Silver, Dashing Blue আর Racing Yellow কালারে কেনা যাবে।

Realme GT 5G এর স্পেসিফিকেশন্স

Realme GT 5G তে 6.43-inch FHD+ Super AMOLED display পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে এবং কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেক্টেড। ফোনে প্রসেসিং এর জন্য স্ন‍্যাপড্রাগন 888 5G এস‌ওসি Adreno 660 GPU এর সাথে দেওয়া আছে। স্ন‍্যাপড্রাগন 888 এ 25 শতাংশ পর্যন্ত দ্রুত CPU পারফরম্যান্স আর 35 শতাংশ পর্যন্ত বেশি দ্রুত গ্রাফিক্সের সাথে 7.5 Gbps পর্যন্ত ডাউনলোড স্পীড পাওয়া যায়। এছাড়া ফোনে 12GB LPDDR5 র‍্যাম আর 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া আছে।

ক‍্যামেরার জন্য Realme GT 5G তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে যার মধ্যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। আবার সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য রিয়েলমি ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ক‍্যামেরা PureRaw মোড, AI সেল্ফি, 4K 60fps রেকর্ডিং পর্যন্ত সাপোর্ট করে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে ফোনে 5G ডুয়াল মোড, 4G LTE, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2, GOS, 3.5 মিমি হেডফোন জ‍্যাক আর USB টাইপ-C পোর্ট আছে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পীকার, ডল্বি অ্যাটমোস আর হাই-রেস অডিও আছে। ফোনের মোটাই 8.4মিমি আর ওজন 186 গ্রাম। Realme GT 5G একটি GT মোডের সাথে আসে যা ডিভাইসের প্রদর্শন বাড়ায়। এছাড়া ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 65W ফাস্ট চার্জিং যুক্ত 4,500mAh এর ব‍্যাটারী দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here