সুন্দর লুক, 32MP সেলফি ক‍্যামেরা ও Snapdragon 778G চিপসেটের সঙ্গে লঞ্চ হল Realme GT Master Edition, জেনে নিন দাম

আজ টেক কোম্পানি রিয়েলমি ভারতে তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন সিরিজ ‘রিয়েলমি জিটি’ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের মার্কেটে এই সিরিজে Realme GT এবং Realme GT Master Edition নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। যদিও এই দুটি ফোন‌ই এর আগেই কোম্পানির হোম মার্কেট অর্থাৎ চীনে পেশ করা হয়েছে। Realme GT Master Edition ফোনটি রিয়েলমি অনবদ্য ডিজাইন, 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা ও স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেটের সঙ্গে লঞ্চ করেছে। এই পোস্টে আমরা Realme GT Master Edition এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো।

Realme GT Master Edition এর ডিজাইন

কোম্পানি তাদের Realme GT Master Edition ফোনটি ইউনিক ডিজাইনের সঙ্গে পেশ করেছে। এই ফোনটির ডিজাইন তৈরি করেছেন জাপানের বিখ্যাত আর্টিস্ট Naoto Fukasaw। এই ফোনটির ব‍্যাক প‍্যানেলের ডিজাইন অনেকটা সুটকেসের মতো। কোম্পানি এই ফোনটি বেগান লেদার অপশনেও পেশ করেছে। সেলফি ক‍্যামেরার জন্য ফোনের ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপর পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। Realme GT Master Edition ফোনটি গ্ৰে, হোয়াইট এবং ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Realme GT Master Edition এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে লেটেস্ট Realme GT Master Edition ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.43 ইঞ্চির Samsung AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 778জি 5জি চিপসেটে রান করে। ইউজারদের হাই কোয়ালিটি পারফরম্যান্স দেওয়ার জন্য এতে GT Mode যোগ করা হয়েছে, যা পারফরম্যান্স বুস্ট করে। এছাড়া অতিরিক্ত হিটের হাত থেকে বাঁচানোর জন্য এই ফোনে Vapor Chamber Cooling সিস্টেম রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 8GB পর্যন্ত র‍্যাম এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে পেশ করেছে। জানিয়ে রাখি এই ফোনের র‍্যাম 5GB পর্যন্ত এক্সটেন্ট করা যায়।

ফোটোগ্রাফির জন্য Realme GT Master Edition ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং 1/2 ইঞ্চি মাপের 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Realme GT Master Edition ফোনটিতে 65W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4300mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে Realme UI 2.0 তে কাজ করে।কানেক্টভিটি ফিচার হিসেবে এতে WiFi 6, NFC, dual 5G এবং ব্লুটুথের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।

Realme GT Master Edition এর দাম

কোম্পানির পক্ষ থেকে ভারতে Realme GT Master Edition ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি 6GB র‍্যাম ও 128GB স্টোরেজের সঙ্গে 25,999 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 27,999 টাকা। এছাড়া ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্ট 8GB র‍্যাম ও 256GB মেমরিসহ 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Realme GT Master Edition এর 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট আগামী 26 আগস্ট থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। তবে এখনও পর্যন্ত ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের সেল সম্পর্কে কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here