9 ফেব্রুয়ারি বাজারে আসতে চলেছে Realme GT Neo 5 স্মার্টফোন, কয়েক মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

Highlights

  • 9 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে Realme GT Neo 5 স্মার্টফোন।
  • Weibo এর মাধ্যমে লঞ্চ ডেট ঘোষণা করেছে Realme।
  • অফিসিয়াল টিজার অনুযায়ী এই ফোনে 240W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে।

রিয়েলমি তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT Neo 5 এর লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 9 ফেব্রুয়ারি এই ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পেশ করা টিজার পোস্ট অনুযায়ী এই ফোনে গত মাসের শুরুতে কোম্পানির পেশ করা 240W charging technology যোগ করা হবে। এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে পাওয়া সমস্ত তথ্য নিচে জানানো হল। আরও পড়ুন: 6 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে POCO X4 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Realme GT Neo 5-এর লঞ্চ

চিনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে শেয়ার করা রিয়েলমির অফিসিয়াল টিজার থেকে জানা গেছে চিনে আগামী 9 ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর 2টোর সময় Realme GT Neo 5 ফোনটি লঞ্চ করা হবে। এছাড়া টিজার থেকে জানা গেছে কোম্পানি তাদের Realme GT Neo 5 ফোনটির সঙ্গে তাদের একদম নতুন 240W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করবে। এছাড়া টিজার থেকে অন্য কোনো তথ্য জানা যায়নি। তবে টেনাতে Realme GT Neo 5 এর লিস্টিঙের মাধ্যমে জানা গিয়েছিল এই ফোনটির 240W এবং 150W ফাস্ট চার্জিং সাপোর্টেড দুটি ভেরিয়েন্ট পেশ করা হবে।

দুটি ব্যাটারি ভেরিয়েন্টে হবে লঞ্চ

রিপোর্ট অনুযায়ী এই ফোনটি দুটি ব্যাটারি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ফোনটির 240W ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে 4,600mAh ব্যাটারি মডেল এবং 150W র‍্যাপিড চার্জিংসহ 5,000mAh ব্যাটারি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এই দুটি ব্যাটারি ভেরিয়েন্টের সমস্ত স্পেসিফিকেশন এক হলেও দুটি মডেলের রেয়ার প্যানেলের ডিজাইন আলাদা রাখা হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: BGMI কি আদেও ফিরবে, চিন্তায় গেমিং প্রফেশনালরা, জেনে নিন বিস্তারিত

TENAA ছাড়াও এই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্তেদ করা হয়েছে। গীকবেঞ্চের তথ্য অনুযায়ী এই ফোনটি Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং 16GB RAM এর সঙ্গে পেশ করা হবে। এছাড়া Realme GT Neo 5 ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1279 পয়েন্ট এবং মাল্টি কোর রাউন্ডে 3902 স্কোর পেয়েছে। এই ফোনটি Android 13-অপারেটিং সিস্টেমের সঙ্গে Realme UI 4.0 কাস্টম স্কিনে কাজ করবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here