আগামী মাসে লঞ্চ হবে Realme Narzo 70 Curve স্মার্টফোন, প্রকাশ্যে এল প্রাইস রেঞ্জ

Realme Narzo 70 সিরিজে একটি নতুন কার্ভ মডেল লঞ্চ হতে চলেছে। এই ফোনটি Realme Narzo 70 Curve নামে পেশ করা হতে পারে। এই ফোনটি আগামী মাসেই লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। আমরা এবার এই ফোনের প্রাইস রেঞ্জ সম্পর্কেও জানতে পেরেছি। জানিয়ে রাখি ইতিমধ্যে এই সিরিজে তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে এবং এই ফোনটি সিরিজের চতুর্থ স্মার্টফোন হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের লেটেস্ট ডিটেইলস সম্পর্কে।

ভারতে আসছে Realme Narzo 70 Curve

  • আপকামিং Realme Narzo 70 Curve ফোনটি ডিসেম্বর মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে।
  • ভারতের বাজারে এই ফোনটির দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে রাখা হতে পারে।
  • Realme Narzo 70 Curve ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন অনেকটা Realme Narzo 70 সিরিজের অন্যান্য ফোনের মতোই হতে পারে।
  • এই ফোনটির নাম দেখেই বোঝা যাচ্ছে এই ফোনে কার্ভ ডিসপ্লে প্যানেল থাকবে।

কয়েক মাস আগেই ভারতে Realme Narzo 70 Turbo ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনে চারকোণা ক্যামেরা মডিউল রয়েছে। অন্যদিকে Realme Narzo 70 এবং Narzo 70x ফোনে গোল ক্যামেরা মডিউল যোগ করা হয়েছে। এই দুটি ফোনই 20,000 টাকার চেয়ে কম দামে সস্তা মিড রেঞ্জ ক্যাটাগরিতে পেশ করা হয়েছে। এখন Narzo 70 Curve ফোনটির লুক দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে। নিচে এই সিরিজের লেটেস্ট টার্বো মডেলটির স্পেসিফিকেশন জানানো হল।

Realme NARZO 70 Turbo 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.67 ইঞ্চির স্যামসাঙ E4 OLED দিস্প্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 92.65% স্ক্রিন টু বডি রেশিও, 6,000,000:1 কন্ট্রাস্ট রেশিও, 16.7 মিলিয়ন কালার, 106% NTSC কালার গামুট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট, 600 নিট লোকাল ও 1200 নিট পীক ব্রাইটনেস এবং AG DT Star 2 গ্লাস প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: realme NARZO 70 Turbo 5G ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি প্রসেসর এবং মালী জি615 জিপিইউ যোগ করা হয়েছে। এই ফোনে কোম্পানির পক্ষ থেকে জিটি মোড, জিটি গেমিং ফিচার সহ স্টেইনলেস স্টিল VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। ফোনটি 750,000 এর চেয়েও বেশি AnTuTu স্কোর পেয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে 14GB পর্যন্ত ভার্চুয়াল RAM যোগ করা যায়, ফলে এতে মোট 26GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে এক সঙ্গে 32টি অ্যাপ রান করা যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য realme NARZO 70 Turbo 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে F/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে F/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45 ওয়াট আলট্রা ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 30 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম।
  • অন্যান্য: এই ফোনে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, রেইন ওয়াটার টাচ ফিচার, ডুয়েল স্টেরিও স্পিকার, এয়ার জেসচার, ফ্ল্যাশ ক্যাপসুল, রিডিং মোড এবং বিভিন্ন AI ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 বছর সিকিউরিটি আপডেট এবং 2 বছর ওএস আপডেট দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here