লিক হল realme Narzo N65 5G ফোনের RAM, স্টোরেজ এবং কালার ডিটেইলস, 28 মে হবে লঞ্চ

আগামী 28 মে Realme ভারতে তাদের নতুন realme Narzo N65 5G স্মার্টফোন লঞ্চ করবে বলে আজই ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই আপকামিং ফোনটি Mediatek Dimensity 6300 প্রসেসর সহ পেশ করা হবে। অন্যদিকে আমরা এই ফোনের RAM, স্টোরেজ এবং কালার ডিটেইলস সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি।

realme Narzo N65 5G এর RAM এবং মেমরি ভেরিয়েন্ট

  • 4GB RAM + 64GB Storage
  • 4GB RAM + 128GB Storage
  • 6GB RAM + 128GB Storage

আমরা রিটেল সোর্সের মাধ্যমে এই আপকামিং realme Narzo N65 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে জানতে পেরেছি। এই ফোনের দুটি মেমরি ভেরিয়েন্ট 4GB RAM সাপোর্ট করবে যা 64GB এবং 128GB স্টোরেজ সহ সেল করা হবে। এই ফোনের টপ মডেল 6GB RAM + 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে।

realme Narzo N65 5G এর কালার

সোর্সের থেকে পাওয়া তথ্য অনুযায়ী realme Narzo N65 5G স্মার্টফোন ডিপ গ্রিন (Deep Green) এবং এম্বার গোল্ড (Amber Gold) দুটি কালার অপশনে লঞ্চ করা হবে।

ভারতে realme NARZO N65 5G এর সম্ভাব্য দাম

realme Narzo N65 5G স্মার্টফোন 15 হাজার টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হবে। এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজের দাম 9,999 টাকা রাখা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের 4GB RAM + 128GB স্টোরেজের দাম 10,999 টাকা এবং এই ফোনের টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজের দাম 12,999 টাকা রাখা হতে পারে। বর্তমানে এই ফোনের কনফর্ম দাম জানার জন্য 28 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পাওয়া যাবে Dimensity 6300 5G শক্তিশালী প্রসেসর

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে realme NARZO N65 5G স্মার্টফোনটি 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Dimensity 6300 অক্টাকোর প্রসেসর 2.4 গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করবে। এই ফোনের 64-bit CPU তে 2.4GHz সহ 2 Arm Cortex-A76 কোর এবং 2.0GHz সহ 6 Arm Cortex-A55 কোর রয়েছে।

পাওয়া যাবে এইসব ফিচার

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য realme NARZO N65 5G স্মার্টফোনে IP54 রেটিং দেওয়া হবে। এই ফোনে স্ক্রিন টাচকে এফেক্টিভ করা জন্য Rainwater Smart Touch ফিচার দেওয়া হবে, ফলে ফোনটি ভেজা হাতে বিনা বাধায় ব্যবহার করা যাবে। জানিয়ে রাখি NARZO N65 5G স্মার্টফোনটি 50MP ক্যামেরা সহ লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here