Realme তাদের হোম মার্কেট চীনে Neo সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই ফোনটি Realme Neo7 নামে পেশ করা হয়েছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটির 7000mAh Titan ব্যাটারি। এটি তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম বলে জানানো হয়েছে। এর সঙ্গে এই ফোনটিকে জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IP68 এবং IP69 রেটিং রয়েছে। এছাড়াও এতে ক্রিস্টাল আর্মার গ্লাস প্রোটেকশন এবং আর্মার্ড অ্যান্টি ফল স্ট্রাকচার দেওয়া হয়েছে, যার ফলে ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি দারুণ মজবুতির ভরসাও পাওয়া যায়।
Realme Neo7 ফোনে MediaTek Dimensity 9300+ চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। যার ফলে এই ফোনে ফাস্ট ও স্মুথ পারফরমেন্সের সঙ্গে সঙ্গে দ্রুত চার্জ করা যাবে। এছাড়াও এই ফোনে দারুণ ব্যাটারি লাইফ, সিকিউরিটি ফিচার ও শক্তিশালী স্পেসিফিকেশন পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Realme Neo7 ফোনের দাম
- চীনে Realme Neo7 ফোনের বেস মডেলের দাম রাখা হয়েছে CNY 2,199 (প্রায় 25,700 টাকা)।
- কোম্পানির পক্ষ থেকে 12GB/256GB মডেলে সীমিত সময়ের জন্য CNY 100 ছাড় দেওয়া হবে।
- Realme ওয়েবসাইট থেকে ফোনটির প্রিঅর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 16 ডিসেম্বর থেকে সেল শুরু হবে।
- Realme Neo7 ফোনটি Starship, Meteorite Black এবং Snorkeling Purple কালার অপশনে সেল করা হবে।
মডেল | দাম |
12GB + 256GB | CNY 2,199 (around Rs 25,700) |
12GB + 512GB | CNY 2,499 (approx Rs 29,200) |
16GB + 256GB | CNY 2,299 (around Rs 26,900) |
16GB + 512GB | CNY 2,799 (approx Rs 32,700) |
16GB + 1TB | CNY 3,299 (around Rs 38,600) |
Realme Neo7 ফোনের বিশেষত্ব
Realme Neo7 ফোনটি Neo সিরিজের প্রথম স্মার্টফোন হলেও আসলে এটি এই বছরের প্রথম দিকে লঞ্চ করা Realme GT Neo 6 ফোনটির সাক্সেসার। এই ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে:
- চিপসেট: Realme Neo7 ফোনে MediaTek Dimensity 9300+ চিপসেট রয়েছে, আগের GT Neo 6 ফোনে Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া হয়েছিল। Dimensity 9300+ চিপসেট সুন্দর পারফরমেন্স দিতে সক্ষম।
- ক্যামেরা: রেয়ার ক্যামেরার ক্ষেত্রে তেমন কোনো বড় আপডেট না হলেও ফ্রন্ট ক্যামেরা কমানো হয়েছে। GT Neo 6 ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছিল, অথচ Neo7 ফোনে 16MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
- ওয়াটার এবং ডাস্ট রেটিং: IP65 রেটিং আপগ্রেড করে এবার IP68 + IP69 রেটিং করে দেওয়া হয়েছে, যার ফলে Neo7 ফোনে আরও ভালো ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স পাওয়া যাবে।
- হীট ম্যানেজমেন্ট: এই নতুন ফোনে VC হীট সিঙ্ক যোগ করা হয়েছে, যার ফলে আরও ভালো থার্মাল ম্যানেজমেন্ট পাওয়া যাবে এবং হেভি পারফরমেন্সে ফোন গরম হবে না।
- ব্যাটারি: এই নতুন ফোনে সবচেয়ে বড় আপগ্রেড হয়েছে ব্যাটারির ক্ষেত্রে। GT Neo 6 ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল, অথচ Neo7 ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিন দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
- ফাস্ট চার্জিং: ফোনের ফাস্ট চার্জিং 120W থেকে কমিয়ে 80W করে দেওয়া হয়েছে। যদিও এটিও খুব একটা কম নয় এবং এর সাহায্যে মাত্র কিছুক্ষণের মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।
উপসংহার: Realme Neo7 ফোনে ব্যাটারি, ওয়াটার রেজিস্টেন্স ও হীট ম্যানেজমেন্টের মতো সেগমেন্টগুলির ক্ষেত্রে আপগ্রেড হলেও ফ্রন্ট ক্যামেরা ও চার্জিং স্পীড কমে গেছে। যেসব গ্রাহকরা সুন্দর বাত্তীর্য ব্যাকআপ এবং ভালো থার্মাল ম্যানেজমেন্ট পছন্দ করেন এই ফোনটি তাদের জন্য একটি দুর্দান্ত অপশন হতে চলেছে।
Realme Neo7 ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme Neo7 ফোনে 6.78 ইঞ্চির 1.5K 8T LTPO OLED Pro-XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2780 X 1264 পিক্সেল রেজোলিউশন, 1-120Hz রিফ্রেশ রেট, 1600nit HBM (হাই ব্রাইটনেস মোড), 6000nits HDR ব্রাইটনেস, 360Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 2600Hz হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এবং ক্রিস্টাল আর্মার গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: এই ফোনে Immortalis-G720 GPU সহ MediaTek Dimensity 9300+ প্রসেসর রয়েছে।
স্টোরেজ: Realme Neo7 ফোনটি 12GB/256GB, 12GB/512GB, 16GB/256GB, 16GB/512GB এবং 16GB/1TB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
ক্যামেরা: Realme Neo7 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: এই ফোনটি Android 15 এবং Realme UI 6.0 কাস্টম স্কিনে কাজ করে।
কানেক্টিভিটি: 5G, 4G LTE, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, GPS এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার: এই ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68+IP69 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর, স্টেরিও স্পিকার, 7,700mm² VC হীট সিঙ্ক, এয়ারফ্লো কোল্ড ফ্রন্ট কুলিং সিস্টেম এবং Hi-Res অডিও ফিচার যোগ করা হয়েছে।