7000 টাকা রেঞ্জে এসে গেছে Realme Note 60x স্মার্টফোন, 4GB RAM এর সঙ্গে রয়েছে 5000mAh Battery

গ্লোবাল মার্কেটে Realme তাদের ‘নোট’ সিরিজের অধীনে নতুন Realme Note 60x স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি ফিলিপিন্সের বাজারে লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। এই সস্তা ফোনটির ফিচার, স্পেসিফিকেশন, দাম ও সেল সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Realme Note 60x ফোনের স্পেসিফিকেশন

  • 6.74″ HD+ 90Hz Display
  • 10W 5,000mAh Battery
  • 4GB RAM + 64GB Storage
  • 4GB Virtual RAM
  • Unisock T612 Chipset
  • 8MP Rear Camera
  • 5MP Front Camera

ডিসপ্লে

Realme Note 60x ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

পারফরমেন্স

Realme Note 60x ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং realme UI সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T612 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে ARM Mali-G57 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

ফিলিপিন্সের বাজারে Realme Note 60x ফোনটি 4GB RAM সহ সেল করা হবে। 4GB Dynamic RAM Expansion ফিচারের মাধ্যমে এই ফোনে 8GB RAM (4+4) এর পারফরমেন্স উপভোগ করা যায়। ফোনটিতে 64GB স্টোরেজ রয়েছে এবং মেমরি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়।

ক্যামেরা

Realme Note 60x 4G ফোনে ফটোগ্রাফির জন্য 8MP Rear Camera এবং সেলফিও ভিডিও কলের জন্য 5MP Front Camera রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Realme Note 60x ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 10W চার্জিং ফিচার রয়েছে।

অন্যান্য ফিচার

Realme Note 60x 4G ফোনে IP54 রেটিং এবং Rain Water Touch ফিচার যোগ করা হয়েছে। বেসিক কানেক্টিভিটির পাশাপাশি এতে 3.5mm হেডফোন জ্যাক ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Realme Note 60x ফোনের দাম

ফিলিপিন্সের বাজারে Realme Note 60x ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে PHP 4,799 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 7,000 টাকা। গ্লোবাল মার্কেটে ফোনটি Wilderness Green এবং Marble Black কালার অপশনে সেল করা হবে। Realme Note 60x ফোনটি ভারতে পেশ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here