আগস্ট মাসে রিয়েলমি তাদের লো বাজেট realme Note 60 স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এই ফোনের সম্পর্কে ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এবার কোম্পানির এই সিরিজের অধীনে আরও একটি স্মার্টফোন Realme Note 60x নামে লঞ্চ করতে চলেছে। চীনের শপিং সাইটে আপকামিং রিয়েলমি ফোনটি লিস্টেড হয়েছে। এর মাধ্যমে Realme Note 60x ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে।
Realme Note 60x এর স্পেসিফিকেশন (লিক)
- 6.74″ HD+ 90Hz Screen
- Unisoc T612 Processor
- 3GB RAM + 64GB storage
- 10W 5,000mAh battery
- 5MP Front Camera
- 8MP Back Camera
ডিসপ্লে: লিক অনুযায়ী Realme Note 60x ফোনে 1600 X 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.74 ইঞ্চির এইচডি + পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনে 90হার্টস রিফ্রেশ রেট এবং 560নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর: এই রিয়েলমি ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Realme UI সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এই ফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি612 অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হবে।
স্টোরেজ: প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Realme Note 60x স্মার্টফোনে 3GB RAM ও 64GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে। এই ফোনটি আরও ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে 4GB RAM থাকতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme Note 60x ফোনের ব্যাক প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। এতে 8 মেগাপিক্সেল রেয়ার এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ করা হবে।
ব্যাটারি: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Realme Note 60x স্মার্টফোনে 10ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
অন্যান্য ফিচার: Realme Note 60x স্মার্টফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হবে। এই ফোনে AI Boost Engine এবং Rainwater Smart Touch ফিচার সহ dual-band Wi-Fi এবং Bluetooth 5.0 মতো বিভিন্ন ফিচার থাকবে।
Realme Note 60x (লিক)
চীনের AliExpress ওয়েবসাইটে Realme Note 60x ফোনটি 3GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 255.24 কানাডিয়ান ডলারে লিস্টেড হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 15,500 টাকা হবে। এই বাজেট রেঞ্জে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি black এবং green কালার অপশনে লঞ্চ করা হতে পারে।