4 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ভারতে লঞ্চ

স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 দীর্ঘ অপেক্ষার পর আজ ভারতীয় স্মার্টফোন বাজারে লঞ্চ হয়েছে। কোম্পানির পক্ষ থেকে রাজধানীতে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে গ‍্যালাক্সি এ9 এদেশে অফিসিয়ালি পেশ করা হয়। গ‍্যালাক্সি এ9 শুধুমাত্র স‍্যামসাঙের নয় বরং এদেশে লঞ্চ হ‌ওয়া এমন প্রথম স্মার্টফোন যা কোয়াড রেয়ার ক‍্যামেরা অর্থাৎ চারটি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হয়েছে। এই ফোনটির ফিচার ও স্পেসিফিকেশনের সঙ্গে এর লুক ও ডিজাইন‌ও অত্যন্ত শক্তিশালী।

ক‍্যামেরা
স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় গ‍্যালাক্সি এ9 এর ব‍্যাক প‍্যানেলে চারটি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে এফ/1.7 অ্যাপার্চারের 24 মেগাপিক্সেলের ওআইএস সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ডিজাইন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 গ্লাস প‍্যানেলে তৈরি। ফোনের ব‍্যাক প‍্যানেলেও 3ডি কার্ভড গ্লাসের ব‍্যবহার করা হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপটি ভার্টিক‍্যাল শেপের। ভারতে এই ফোনটি লেমনেড ব্লু, বাবলগাম পিঙ্ক ও ক‍্যাভিয়ার ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ভারতে আসছে ওপ্পোর ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামযুক্ত ফোন, কোম্পানি করল টুইট

ডিসপ্লে
গ‍্যালাক্সি এ9 এ কোম্পানি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করেছে, এর প‍্যানেলে কোনো ফিজিক্যাল বাটন নেই। এতে 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির সুপার এমোলেপাওয়ানফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে।

র‍্যাম ও স্টোরেজ
স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ভারতে দুটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্ট 8 জিবির ও অপরটি 6 জিবি র‍্যামযুক্ত। দুটি ভেরিয়েন্ট‌ই 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল এ44 পাওয়ার, দাম মাত্র 5,999 টাকা

সফটওয়্যার ও প্রসেসর
এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা স‍্যামসাঙের ইউজার ইন্টারফেস এক্সপেরিয়েন্স 8.5 ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 14এন‌এম অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 512 জিপিইউ দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি
স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে ওয়াইফাই, জিপিএস ও ব্লুটুথ 5.0 এর মতো বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এন‌এফসি ও স‍্যামসাং পে সাপোর্ট দেওয়া হয়েছে। গ‍্যালাক্সি এ9 এ ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

মোটোরোলার উপহার : 2,000 টাকা সস্তা হল মোটো জি6

সিকিউরিটি ও ব‍্যাটারী
স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটি আনলকের জন্য ফেস রেকগনেশন সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য গ‍্যালাক্সি এ9 এ কুইক চার্জ 2.0 সাপোর্টেড 3,800 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

দাম ও সেল
স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 36,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 39,999 টাকা রাখা হয়েছে। দুটি ভেরিয়েন্ট‌ই 28শে নভেম্বর থেকে সেল শুরু হবে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 আমাজন, ফ্লিপকার্ট ও পেটিএমের সঙ্গে এয়ারটেল স্টোর ও অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে। কোম্পানি এইচডিএফসি ক্রেডিট কার্ডের ব‍্যবহারে অতিরিক্ত 3,000 টাকা ছাড় দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here