“ও” শেপের নচের সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস, লিক হল ফোনটির ডিসপ্লে

কিছু দিন আগে আন্তর্জাতিক মঞ্চে স‍্যামসাং তাদের এ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে এক সঙ্গে দুটি নতুন স্মার্টফোন গ‍্যালাক্সি এ6এস ও গ‍্যালাক্সি এ9এস লঞ্চ করে। এই ফোনদুটি লঞ্চের সময় কোম্পানি জানিয়ে দিয়েছিল কোম্পানি এ সিরিজের আর একটি নতুন ডিভাইস গ‍্যালাক্সি এ8এসের ওপর কাজ করছে এবং এই ফোনটি আজ পর্যন্ত কোম্পানির পেশ করা সমস্ত ফোনের থেকে আলাদা ডিজাইনের হবে। গতকাল পেশ হ‌ওয়া একটি লিক থেকে গ‍্যালাক্সি এ8এসের ডিসপ্লে ও লুক জানা গেছে। এই ফোনটি “O” শেপের নচযুক্ত হবে।

ভারতে আসছে ওপ্পোর ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামযুক্ত ফোন, কোম্পানি করল টুইট

স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এসের এই লিকে ফোনটির ডিসপ্লে প‍্যানেলের ফোটো শেয়ার করা হয়েছে। এই লিকে শুধুমাত্র ডিসপ্লে প‍্যানেল দেখানো হয়েছে এবং এই প‍্যানেলের ওপরের দিকে ছোট একটি ফুটো আছে। এই ছিদ্রটি সম্পূর্ণ গোলাকার এবং ওপরের বেজলের কাছে অবস্থিত। এই ছিদ্রতেই সেলফি ক‍্যামেরা থাকবে এই কথা স্পষ্ট হয়ে গেছে এবং আরও জানা গেছে যে স‍্যামসাঙের এই আগামী ফোনে “ও” শেপের নচ থাকবে।

লিকে ফোনটির নাম স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস বলা হয়েছে। স‍্যামসাঙের পক্ষ থেকে এই ধ‍রনের ডিজাইন আজ পর্যন্ত পেশ করা হয়নি। তাই স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস প্রথম এমন ফোন হবে যা “ও” শেপের নচের সঙ্গে ইনফিনিটি ডিসপ্লেযুক্ত হবে। ফোটোয় ডিসপ্লের কোণা কার্ভড দেখানো হয়েছে। আশা করা হচ্ছে গ‍্যালাক্সি এ8এস কার্ভডএজেরজ সঙ্গে পেশ করা হবে।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল এ44 পাওয়ার, দাম মাত্র 5,999 টাকা

স‍্যামসাঙের পক্ষ থেকে গ‍্যালাক্সি এ8এসের ঘোষণা ছাড়া অন‍্য কোনো তথ্য অফিসিয়ালি জানানো হয়নি। আশা করা হচ্ছে কোম্পানি আগামী বছর অর্থাৎ 2019 এ ফোনটি লঞ্চ করবে। আবার এমন‌ও হতে পারে কোম্পানি গ‍্যালাক্সি এস10 এর সঙ্গেই গ‍্যালাক্সি এ8এস ফোনটি লঞ্চ করবে। প্রসঙ্গত স‍্যামসাং আজ ভারতে তাদের চার ক‍্যামেরা সেন্সর‌ওয়ালা ফোন গ‍্যালাক্সি এ9 লঞ্চ করেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ফিচার, স্পেসিফিকেশন ও দাম জানতে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here