28শে নভেম্বর লঞ্চ হবে রিয়েলমি ইউ1, এটি হবে দেশের প্রথম হেলিও পি70 চিপসেট‌ওয়ালা স্মার্টফোন

গত সপ্তাহে আমরা একটি খবর দিয়েছিলাম যে স্মার্টফোন ব্র‍্যান্ড রিয়েলমি একটি সম্পূর্ণ নতুন স্মার্টফোন সিরিজের ওপর কাজ করছে এবং কোম্পানি এটি ইউ সিরিজ নামে লঞ্চ করবে। আমরা আরও জানিয়েছিলাম যে ইউ সিরিজে লঞ্চ হ‌ওয়া ফোন ভারতের প্রথম মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট‌ওয়ালা স্মার্টফোন হবে। খবর দেওয়ার দুদিনের মধ্যেই রিয়েলমি স্বয়ং তাদের ইউ সিরিজ সম্পর্কে জানিয়ে দিয়েছে। কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করেছে যে আগামী 28শে নভেম্বর তাদের ইউ সিরিজ লঞ্চ হতে চলেছে।

আইফোন 10 এ লাগলো আগুন,।প্রশ্নের মুখে অ্যাপেল

রিয়েলমি মিডিয়া ইনভাইট পাঠিয়ে তাদের আগামী স্মার্টফোনের লঞ্চ ডেক সম্পর্কে জানিয়েছে। কোম্পানি বলেছে আগামী 28শে নভেম্বর একটি ইভেন্টের আয়োজন করা হবে এবং এই দিন প্রথমবারের জন্য রিয়েলমির ইউ সিরিজ টেক মঞ্চে পেশ করা হবে। এই সিরিজের প্রথম ফোন হবে রিয়েলমি ইউ1। কোম্পানির পাঠানো ইনভাইট থেকে পরিস্কার বোঝা যাচ্ছে এই ফোনটি আমাজন এক্সক্লুসিভ হবে। অর্থাৎ রিয়েলমির এই ফোনটি শুধুমাত্র আমাজন ইন্ডিয়াতে বিক্রি হবে।

রিয়েলমি ইউ1 এ মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট দেওয়া হবে এই কথাও কোম্পানি মিডিয়া ইনভাইটে জানিয়ে দিয়েছে। রিয়েলমির এই ফোনটিও রিয়েলমি 2 এর মতো “ও” শেপের ডিউড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। রিয়েলমি ইউ1 এর স্পেসিফিকেশন এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি তবে আশা করা হচ্ছে ফোনটি সেলফি সেন্ট্রিক হবে এবং এতে শক্তিশালী ফ্রন্ট ক‍্যামেরা থাকবে।

ওয়ানপ্লাস 7 এ স্ক্রিনের মধ্যে থাকবে সেলফি ক‍্যামেরা, ফোটো ও স্পেসিফিকেশন হল লিক

মনে করা হচ্ছে রিয়েলমি ইউ1 15,000 টাকার কম দামে লঞ্চ করা হবে। প্রসঙ্গত এখনও পর্যন্ত রিয়েলমি রিয়েলমি1 ও রিয়েলমি2 ও এর বিভিন্ন ভার্সন ছাড়া শুধু “সি সিরিজ” এদেশে লঞ্চ করেছে এবং কোম্পানি সি সিরিজে একটি মাত্র স্মার্টফোন রিয়েলমি সি1 লঞ্চ করেছে।

4 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9, 20শে নভেম্বর হবে ভারতে লঞ্চ

কোম্পানির গত মাসে লঞ্চ করা রিয়েলমি 2 প্রো কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে এবং রিয়েলমি সি1 কোয়ালকমের‌ই স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটযুক্ত। রিয়েলমি ইউ1 এর সঙ্গে কোম্পানি মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট‌ওয়ালা ফোনের সূচনা করতে চলেছে। রিয়েলমির এই আগামী স্মার্টফোন 12 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি হবে। ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দামের জন্য 28শে নভেম্বরের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here