8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি এবং 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Realme X2

Realme এই মাসেই ভারতে তাদের ব্র‍্যান্ডের প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Realme XT লঞ্চ করেছিল। ফোনটি ভারতীয় বাজারে লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল যে কোম্পানি ডিসেম্বর মাসে এই ফোনটির আরও একটি মডেল লঞ্চ করবে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করবে। গতকাল কোম্পানি এই ফোনটি আন্তর্জাতিক মঞ্চে এই আগামী স্মার্টফোনটি পেশ করে দিয়েছে। কোম্পানি আপাতত তাদের এই স্মার্টফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ করেছে যা Realme X2 নামে পেশ করা হয়েছে। 

5,000 এম‌এএইচ ব‍্যাটারি ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo U10, দাম 8,990 টাকা থেকে শুরু

Realme X2 স্পেসিফিকেশন

Realme এর এই লেটেস্ট স্মার্টফোন 91.9 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত, যার ফলে ফোনটির স্ক্রিন টাচ করলেই ফোন আনলক হয়ে যায়। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য Realme X2 তে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রটেকশন ব‍্যবহার করা হয়েছে। 

Realme X2 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 8 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকমের লেটেস্ট চিপসেট স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ দেওয়া হয়েছে। চীনে Realme X2 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির প্রাথমিক ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং বড়ো ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি আছে। এই দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। 

4 জিবি র‍্যাম, 4000 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung Galaxy A20s

ফোটোগ্ৰাফির জন‍্য Realme X2 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে Samsung ISOCELL Bright GW1 টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। এই টেকনোলজির সাহায্যে 9216 × 6912 রেজলিউশনযুক্ত আল্ট্রা হাই পিক্সেল ইমেজ ক‍্যাপচার করা যায়। Realme X2 তে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গেই এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এছাড়াও রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Realme X2 তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

Realme X2 একটি 4জি এলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে 30W VOOC 4.0 টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা ইউএসবি টাইপ সি পোর্টের সাহায্যে চার্জ করা যায়। এই টেকনিকের দৌলতে মাত্র 30 মিনিটের মধ্যে ফোনটি 67 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। 

OPPO ও আনতে চলেছে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত ফোন OPPO K5, পেশ করা হবে 8 জিবি র‍্যামের সঙ্গে

দাম

Realme X2 ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 1,599 ইউয়ান (প্রায় 15,900 টাকা) রাখা হয়েছে।  এক‌ই ভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 1,899 ইউয়ান (প্রায় 18,990 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। চীনে Realme X2 ফোনটি পার্ল হোয়াইট এবং প্লে ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে। ভারতে Realme X2 ফোনটি ডিসেম্বর মাসে লঞ্চ করা হবে এবং এদেশে Realme XT 730G নামে লঞ্চ করা হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here