আজ অফিসিয়ালি ইউরোপে Realme X3 SuperZoom লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনটির জন্য আজ কোম্পানি একটি ইভেন্টের আয়োজন করেছিল। ‘রিয়েলমি এক্স’ সিরিজের অন্তর্গত এই ফোনটি কোম্পানি তাদের Realme X2 Pro এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে পেশ করেছে। আমরা বেশ কিছু দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে টেক কোম্পানি রিয়েলমি জুন মাসের মধ্যেই ভারতে তাদের Realme X3 SuperZoom এর সঙ্গে সঙ্গে Realme X3 ফোনটি লঞ্চ করবে। চলুন জেনে নেওয়া যাক কোম্পানির নতুন Realme X3 SuperZoom এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।
Realme X3 SuperZoom এর দাম ও সেল
ইউরোপের মার্কেটে কোম্পানি তাদের Realme X3 SuperZoom ফোনটি 499 ইউরো (প্রায় 41,000 টাকা) দামে লঞ্চ করেছে। এই ফোনটি 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল মেমরিযুক্ত একটিমাত্র ভেরিয়েন্টে পেশ করেছে।এই ফোনটি Glacier Blue এবং Arctic White কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ডিভাইসটি আজ থেকেই প্রিবুকিং করা শুরু হয়ে গেছে এবং আগামী 2 জুন থেকে এর সেল শুরু হবে। তবে এখনও পর্যন্ত কোম্পানি ফোনটির ভারতে লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি।
Realme X3 SuperZoom এর স্পেসিফিকেশন
Realme X3 SuperZoom এ পাঞ্চ হোল কাটআউটের সঙ্গে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে 2.5D গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং 480 নিটস ব্রাইটনেস আছে। এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে যোগ করা হয়েছে। Realme X3 SuperZoom ফোনটি গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর 2.9 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ SoC তে রান করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে স্ন্যাপড্রাগন 855+ চিপসেটযুক্ত যত স্মার্টফোন আছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হল Realme X3 SuperZoom।এই ফোনে লিকুইড কুলিং টেকনোলজি যোগ করা হয়েছে যার ফলে অনেকক্ষণ গেম খেললেও ফোনটি গরম হয় না।
ফোটোগ্রাফির জন্য Realme X3 SuperZoom এ কোয়াড ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপের পেরিস্কোপ লেন্স 5x অপ্টিক্যাল জুম এবং 60x ডিজিটাল জুম সাপোর্ট করে। এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা সেন্সর Starry মোড ফিচারযুক্ত। সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্র 10 এর সঙ্গে রিয়েলমি ইউখিতে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme X3 SuperZoom এ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,200 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন