লঞ্চ হল Realme এর প্রথম 5G ফোন, এতে আছে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা

আজকের দিনে দাঁড়িয়ে Realme এর নাম সেইসব টেক কোম্পানির লিস্টে জুড়ে গেছে যারা অত্যন্ত কম সময়ের মধ্যেই যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছে। ভারতে Realme ফ‍্যান ফলোয়িং দ্রুত গতিতে বেড়ে চলেছে। কোম্পানি সময়ের সঙ্গে তাল মিলিয়ে খুব দ্রুত তাদের টেকনোলজি পরিবর্তন করে চলেছে এবং প্রোডাক্ট অ্যাডভান্স হয়ে চলেছে। কয়েক দিন আগেই কোম্পানি ভারতে তাদের Realme X2 Pro লঞ্চ করেছিল। আজ কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রথম 5জি স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Realme X50 নামে তাদের এই ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটির আরও একটি বড় বিশেষত্ব হল এই ফোনটি কোম্পানির প্রথম ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন।

আরও পড়ুন: Vivo আনতে চলেছে স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটযুক্ত 5জি ফোন, কড়া টক্কর পাবে Redmi K30 ও OPPO Reno 3

লুক ও ডিজাইন

Realme X50 কোম্পানির প্রথম ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ফুল ভিউ বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপরের বাঁদিকে দুটি ছিদ্র আছে। এই ছিদ্রের মধ্যেই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা অবস্থিত। কোম্পানির পক্ষ থেকে Realme X50 ফোনটি কার্ভড এজ ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে এই ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই সেট‌আপের সবচেয়ে ওপরের লেন্সটির চারদিকে হলুদ গোল দাগ আছে। ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের ডানদিকের প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট বাটন দেওয়া হয়েছে এবং ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

ক‍্যামেরার কামাল

ফোটোগ্ৰাফির জন্য Realme X50 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Samsung GW1 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.3 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 2x জুম‌ওয়ালা 12 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের চতুর্থ সেন্সর আছে। Realme X50 ফোনটি অনবদ্য হয়ে ওঠার আরও একটি বড় কারণ হল এই ফোনের ডুয়েল সেলফি ক‍্যামেরা। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোলের মধ্যে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর ও একটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Samsung Galaxy S10 Lite, Snapdragon 855 প্রসেসরের সঙ্গে লিস্টেড হল ফ্লিপকার্টে

Realme X50 5G

Realme X50 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 6.57 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটি গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ভিজুয়াল দিতে সক্ষম। Realme X50 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে রিয়েলমি ইউআইযুক্ত অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটে রান করে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই চিপসেটটি ডুয়েল মোড 5জি (SA/NSA) সাপোর্ট করে। এই চিপসেটের সাহায্যে 5জি কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোনগুলি মিড রেঞ্জ বাজেটে পেশ করা সম্ভব হয়েছে।

Realme X50 5G ফোনটি কুলিং সিস্টেম যুক্ত করে পেশ করা হয়েছে। এই কুলিং সিস্টেম বিশেষ করে গেম প্রেমীদের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে, যা মোবাইল গেমিঙের এক্সপেরিয়েন্স স্মুথ, ফাস্ট ও ল‍্যাগ ফ্রি বানায়। চীনে Realme X50 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এক‌ইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ও সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। Realme X50 5G তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30W VOOC 4.0 চার্জিং টেকনিকযুক্ত 4,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here