60 লক্ষ ইউজার যুক্ত হ‌ওয়ার খুশি উদযাপন করছে রিয়েলমি, 4 দিন কম দামে পাওয়া যাবে ফোন, সঙ্গে ফ্রি গিফ্ট

বর্তমানে ভারতে হিট স্মার্টফোনগুলির মধ্যে রিয়েলমি অন‍্যতম একটি ব্র‍্যান্ড। কম দামে অসাধারণ ফোন লঞ্চ করে রিয়েলমি সরাসরি স‍্যামসাং ও শাওমির মতো কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় আসে। রিয়েলমির নতুন ফোন রিয়েলমি 3 মাত্র তিন সপ্তাহের মধ্যে 5 লক্ষের‌ও বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে, এর থেকেই ধারণা করা যায় ভারতে রিয়েলমি একটি ব্র‍্যান্ড হিসেবে কতটা জনপ্রিয়তা লাভ করেছে। এটুকুই নয়, রিয়েলমি ভারতে 6 মিলিয়ন অর্থাৎ 60 লক্ষ গ্ৰাহকের মাইল স্টোন ছুঁয়ে ফেলেছে। অত্যন্ত কম সময়ে এত বড় সফলতা পাওয়ার খুশিতে কোম্পানি “রিয়েলমি ইও ডেজ” শুরু করেছে। এই বিশেষ সুযোগে কোম্পানি তাদের বিভিন্ন স্মার্টফোনে বড় অঙ্কের ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে আরও অনেক অফার ও গিফ্ট‌ও দিতে চলেছে।

স‍্যামসাং-সোনীকে আরও একবার শাওমির ঝটকা, খুব তাড়াতাড়ি লঞ্চ করবে 50 ইঞ্চির সস্তা স্মার্ট টিভি

RealMe Yo Days
রিয়েলমি এই সুবর্ণ সুযোগে কোম্পানির রিয়েলমি ইউ1 এর সব ভেরিয়েন্টে 1,000 টাকার ছাড় দিচ্ছে। ফোনের 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 9,999 টাকা তবে এই কদিনে ফোনটি 8,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 10,999 টাকার বিনিময়ে 9,999 টাকা দামে কেনা যাবে। প্রসঙ্গত রিয়েলমি ইউ1 কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া শুধুমাত্র আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে।

এক‌ই ভাবে রিয়েলমি 2 প্রোর সমস্ত ভেরিয়েন্টেও কোম্পানি 1,000 টাকার ছাড় দিচ্ছে। এই সেলে রিয়েলমি 2 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট মাত্র 10,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে স্পেশাল সেল উপলক্ষে ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,990 টাকা ও 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 14,990 টাকার বিনিময়ে কেনা যাবে। রিয়েলমি 2 প্রোর সমস্ত ভেরিয়েন্ট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে।

জিওকে টক্কর দিতে এয়ারটেল আনল 248 টাকার প্রিপেইড প্ল‍্যান, 1.4 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আরও অনেক সুবিধা

রিয়েলমি ইও ডেজের সেল চলাকালীন রিয়েলমি স্মার্টফোন কিনলে প্রথম 500 লাকি ইউজারদের কোম্পানি 499 টাকা দামের ইয়ারবাড বিনামূল্যে দেবে। এক‌ই ভাবে রিয়েলমি অফারে কোম্পানি মাত্র 1 টাকার বিনিময়ে রিয়েলমি টেক ব‍্যাগপ‍্যাক কেনার সুযোগ দিচ্ছে। রিয়েলমির এই সেল কাল অর্থাৎ 9 এপ্রিল থেকে শুরু করে 12 এপ্রিল মাঝরাত পর্যন্ত চলবে। প্রসঙ্গত 9 তারিখ সেল শুরু হ‌ওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানির লেটেস্ট স্মার্টফোন রিয়েলমি 3 এর ফ্ল‍্যাশ সেল‌ও শুরু হবে।

এবার ভারতে হিট হওয়া রিয়েলমি 3 এর ভেরিয়েন্ট ও দাম সম্পর্কে বলে দেওয়া যাক। ভারতে রিয়েলমি 3 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি আছে। ভারতে রিয়েলমি 3 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here