Home খবর সস্তা দামে লঞ্চ হতে পারে Redmi A3x, লিক হল মার্কেটিং পোস্টার

সস্তা দামে লঞ্চ হতে পারে Redmi A3x, লিক হল মার্কেটিং পোস্টার

আগামী কিছু দিনের মধ্যে শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের A3 সিরিজের পরিধি বাড়াতে পারে। এই সিরিজের অধীনে ভারত সহ গ্লোবাল মার্কেটে Redmi A3x স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার এই ফোনটি লঞ্চে আগেই ফোনটির মার্কেটিং ম্যাটেরিয়াল লিকের মাধ্যমে প্রকাশ্যে এসে গেছে। এর ফলে এই ফোনের ডিজাইন এবং প্রায় সমস্ত স্পেসিফিকেশন জানা হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Redmi A3x ফোনের মার্কেটিং ম্যাটেরিয়াল (লিক)

Redmi A3x ফোনের স্পেসিফিকেশন (লিক)