4700 mAh ব‍্যাটারী, 64 MP ক‍্যামেরা ও Snapdragon 865 প্রসেসরের সঙ্গে চলে এল Redmi K30 Pro 5G, জেনে নিন দাম

শাওমির সাব ব্র‍্যান্ড হয়ে যাত্রা শুরু করে গত বছর রেডমি একটি স্বাধীন ব্র‍্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই ব্র‍্যান্ডে কোম্পানি চীনে আয়োজিত একটি অনলাইন ইভেন্টে আজ তাদের ঘরোয়া মার্কেটে Redmi K30 Pro লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Redmi K30 Pro ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটির সঙ্গেই কোম্পানি Redmi K30 Pro Zoom Edition নামে আরেকটি ফোন লঞ্চ করেছে। লুক ও স্পেসিফিকেশনের দিক থেকে ফোনদুটি হুবহু এক। তবে ফোনদুটির ক‍্যামেরা সেগমেন্টে কিছু পার্থক্য আছে।

আরও পড়ুন: Jio Fiber ইউজাররা পাবেন দ্বিগুণ ডেটা, জেনে নিন কিভাবে

প্রসঙ্গত গত বছর ডিসেম্বর মাসে রেডমি তাদের Redmi K30 ফোনটি 4G ও 5G উভয় ভেরিয়েন্টে পেশ করেছিল। আজ এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন হিসেবে Redmi K30 Pro লঞ্চ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের সমস্ত ডিটেইলস সম্পর্কে।

Redmi K30 Pro এবং Redmi K30 Pro Zoom Edition এর স্পেসিফিকেশন

Redmi K30 Pro এবং Redmi K30 Pro Zoom Edition এর স্পেসিফিকেশন অনেকটা এক‌ইরকম। দুটি ফোনের ক‍্যামেরা এবং র‍্যাম ও স্টোরেজের ক্ষেত্রে কিছু মামুলি পার্থক্য আছে। দুটি ফোনেই HDR10+ ফিচারযুক্ত সুপার এমোলেড প‍্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 1200 নিটস এবং টাচ স‍্যাম্পেলিং রেট 180 হার্টস। ফোনদুটিতে 6.67 ইঞ্চির AMOLED FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনগুলিতে কোম্পানি লেটেস্ট কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট যোগ করেছে। দ্রুত গতিতে ফাইল ট্রান্সফারের জন্য এই ফোনে UFS 3.1 স্টোরেজ আছে। Redmi K30 Pro ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি, 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরিসহ তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। অন‍্যদিকে Redmi K30 Pro Zoom Edition এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্ট আছে।

আরও পড়ুন: 5000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A31

এই দুটি ফোনেই পপ আপ সেলফি ক‍্যামেরা এবং রেয়ার প‍্যানেলে গোল কোয়াড রেয়ার ক‍্যামেরা মডিউল আছে। Redmi K30 Pro এর ক্ষেত্রে 64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরে 3× অপ্টিক‍্যাল জুম এবং ডুয়েল অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে। এর সঙ্গে এই ফোনে 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে সক্ষম 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 30× জুম সাপোর্টেড ও ওআইএসযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনের ক‍্যামেরা ইআইএস ও 8কে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। তবে Redmi K30 Pro Zoom Edition এ 64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। দুটি ফোনেই সেলফি ও ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Redmi K30 Pro এবং Redmi K30 Pro Zoom Edition এ CSX সুপার ব্লুটুথ এবং লিকুইড কুলিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনদুটি মুনলাইট হোয়াইট, স্কাই ব্লু, পার্পল ও স্পেস গ্ৰে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য দুটি ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

দাম

Redmi K30 Pro এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 2,999 Yuan ( প্রায় 32,000 টাকা), 8 জিবি র‍্যাম ও 128 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 3,399 Yuan (প্রায় 36,000 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 3,699 Yuan (প্রায় 39,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে  Redmi K30 Pro Zoom Edition এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,799 Yuan (প্রায় 40,000 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,999 Yuan (প্রায় 43,000 টাকা) রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here