5000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A31

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি Samsung গত সপ্তাহে আন্তর্জাতিক মঞ্চে তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে Samsung Galaxy A41 লঞ্চ করেছিল। এই ডিভাইসটি আপাতত জাপানে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে পেশ করা হবে। কোম্পানির Samsung Galaxy A41 এর পর স‍্যামসাং এবার টেক মঞ্চে আরেকটি নতুন স্মার্টফোন Samsung Galaxy A31 পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এখনই এই ফোনটির দাম ও সেল সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি তবে আগামী দিনে বিশ্বের বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা দিনে এই ফোনটি সেলের জন্য পেশ করা হবে।

আরও পড়ুন: 5020 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে Xiaomi লঞ্চ করল শক্তিশালী ফোন Redmi Note 9S

লুক ও ডিজাইন

কোম্পানি তাদের নতুন Samsung Galaxy A31 ফোনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনের সঙ্গে তৈরি করেছে। এই ফোনের ডিসপ্লের তিনদিক ন‍্যারো বেজলযুক্ত এবং নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপর দিকে একদম মাঝামাঝি ‘ইউ’ শেপের ছোট নচ দেওয়া হয়েছে। Samsung Galaxy A31 এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

এই ক‍্যামেরা সেট‌আপে ‘এল’ শেপে চারটি ক‍্যামেরা লেন্স দেওয়া হয়েছে। এই স্কোয়ার শেপের মধ্যেই সেন্সরের পাশে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। Samsung Galaxy A31 ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি এবং ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে Samsung এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। Samsung Galaxy A31 এর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন অবস্থিত এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে। এক‌ইভাবে ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লাইভ করা হল Samsung Galaxy A31 এর প্রোডাক্ট পেজ, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতে

স্পেসিফিকেশন

Samsung Galaxy A31 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 73.1 × 159.3 × 8.6 এম‌এম এবং ওজন 185 গ্ৰাম। কোম্পানি তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে। Samsung Galaxy A31 ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর (ডুয়েল 2.0 গিগাহার্টস এবং হেক্সা 1.7 গিগাহার্টস) প্রসেসরে রান করে। কোম্পানি এই ফোনের চিপসেট সম্পর্কে কোনো তথ্য দেয়নি কিন্তু শোনা যাচ্ছে এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A31 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A31 এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

আরও পড়ুন: 5000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Infinix Hot 9

স‍্যামসাঙের গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে Samsung Galaxy A31 ফোনটি পেশ করেছে। ওয়েবসাইটে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের‌ সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A31 এ 15 ওয়াট কুইক চার্জ সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানি তাদের Samsung Galaxy A31 ফোনটি ব্লু, হোয়াইট, রেড ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here