Jio Fiber ইউজাররা পাবেন দ্বিগুণ ডেটা, জেনে নিন কিভাবে

রিলায়েন্স জিও কয়েক দিন আগে করোনা ভাইরাসের প্রকোপে ওয়ার্ক ফ্রম হোমের সঙ্গে যুক্ত গ্ৰাহকদের জন্য 251 টাকা দামের একটি প্ল‍্যান পেশ করেছিল। মোবাইল ইউজারদের পর এবার কোম্পানি তাদের ব্রডব্যান্ড গ্ৰাহকদের জন‍্য‌ও একটি বড় ঘোষণা করল। জিও কোনো সার্ভিস চার্জ ছাড়াই বেসিক JioFiber কানেক্টিভিটি চালু করতে চলেছে, যেখানে 10 এমবিপিএস স্পীডের সঙ্গে জিওর এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।

আরও পড়ুন: Exclusive: চলে এল Huawei P40 P40 Pro এর ফুল স্পেসিফিকেশন, লঞ্চ হবে 26 মার্চ

জিও সেইসব এলাকায় এই ব্রডব্যান্ড সার্ভিস চালু করবে যেখানে বাস্তবে এটি ব‍্যবহারযোগ‍্য হবে। এছাড়া জিও ফাইবারের সমস্ত গ্রাহকদের তাদের বর্তমান প্ল‍্যানে দ্বিগুণ ডেটা দেওয়া হবে। ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে যাতে কোনো সমস‍্যায় পড়তে না হয় তাই কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে।

দিতে হবে রাউটারের দাম

জিও গ্ৰাহকদের জন্য বেসিক ফাইবার কানেক্টিভিটি ফ্রি থাকবে। তবে ইউজারদের শুধুমাত্র রাউটারের দাম দিতে হবে। এমনকি জিওর বেসিক প্ল‍্যানে কোনো Fair Usage Policy (FUP) প্রযোজ্য হবে না। অর্থাৎ ইউজাররা সন্তোষজনক স্পীডে ইন্টারনেট ব‍্যবহার করতে পারবেন। জিও ফাইবারের মাসিক প্ল‍্যানের প্রাথমিক দাম হল 699 টাকা।

আরও পড়ুন: 5020 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে Xiaomi লঞ্চ করল শক্তিশালী ফোন Redmi Note 9S

এছাড়া কোম্পানি কিছু দিন আগে 251 টাকা দামের ‘Work From Home’ প্ল‍্যান পেশ করেছিল। কোম্পানি তাদের এই নতুন ওয়ার্ক ফ্রম হোম প্ল‍্যানটি মাত্র 251 টাকার বিনিময়ে প্রিপেইড ইউজারদের জন্য পেশ করেছে। এই প্ল‍্যানে ইউজাররা প্রতিদিন 2 জিবি করে ডেটা পাবেন। দৈনিক 2 জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পীড 64 কেবিপিএস হয়ে যাবে। এই প‍্যাকের ভ‍্যালিডিটি 51 দিন।

রিলায়েন্স জিও ঘোষণা করেছে তারা তাদের 4জি ডেটা অ্যাড অন ভাউচারে দ্বিগুণ ডেটা দেবে। কোম্পানি তাদের 11 টাকা, 21 টাকা, 51 টাকা এবং 101 টাকা দামের প্ল‍্যান আপগ্ৰেড করেছে। তবে এই ক‍্যাটাগরির অন্তর্গত 251 টাকা দামের প্ল‍্যানে কোনো পরিবর্তন করা হয়নি। এই ভাউচারের সমস্ত বেনিফিট আগের মতোই আছে।

আরও পড়ুন: লাইভ করা হল Samsung Galaxy A31 এর প্রোডাক্ট পেজ, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতে

রিলায়েন্স জিওর 11 টাকা দামের ডেটা ভাউচারে আগে কোম্পানি 400 এমবি ডেটা দিত। কিন্তু পরিবর্তনের পর এই প্ল‍্যানে 800 এমবি ডেটার সঙ্গে সঙ্গে 75 মিনিট অফ নেট কলিং অর্থাৎ জিও থেকে নন জিও নাম্বারে কল করার জন্য টকটাইম পাওয়া যাবে। এক‌ইভাবে 21 টাকা দামের ভাউচারে আগে জিবি ডেটা পাওয়া যেত। কিন্তু এখন 2 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল‍্যানে নন জিও প্ল‍্যানে কল করার জন্য 200 মিনিট কলিং মিনিট পাওয়া যাচ্ছে।

এছাড়া 51 টাকা দামের ডেটা ভাউচারে আগে কোম্পানি 3 জিবি ডেটা দিত। কিন্তু এখন এই ভাউচারে 6 জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানে জিও টু নন জিও নেটওয়ার্কে কল করার জন্য 500 মিনিট টকটাইম দেওয়া হচ্ছে। এই ক‍্যাটাগরির সর্বশেষ 101 টাকার ডেটা ভাউচারে আগে কোম্পানি 6 জিবি ডেটা অফার করত। এখন কোম্পানি এই প্ল‍্যানে 6 জিবি অতিরিক্ত ডেটার সঙ্গে মোট 12 জিবি ডেটা দিচ্ছে। অন‍্যান‍্য প্ল‍্যানের মতো এই প্ল‍্যানেও অফ নেট কলের জন্য টকটাইম দেওয়া হয়। তবে এই প্ল‍্যানের টকটাইমের পরিমাণ সবচেয়ে বেশি। এই প্ল‍্যানে 1,000 মিনিট টকটাইম পাওয়া যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here