গতকাল খবর পাওয়া গিয়েছিল আগামী 25 ফেব্রুয়ারি টেক মঞ্চে Redmi K40 স্মার্টফোন সিরিজ লঞ্চ করা হতে পারে। শোনা যাচ্ছে এই সিরিজে Redmi K40 এবং Redmi K40 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কোম্পানির জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং জানিয়েছেন রেডমি কে40 তে বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল দেওয়া হবে। এবার ফোনদুটি লঞ্চের আগেই ইন্টারনেটে Redmi K40 এবং Redmi K40 Pro এর ফোটো চলে এসেছে।
চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে Redmi K40 এবং Redmi K40 Pro লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙে ফোনদুটির ছবিও দেখানো হয়েছে, ফলে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি কোম্পানির জিএম চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে জানিয়েছিলেন রেডমি কে40 সিরিজে বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল ক্যামেরার সঙ্গে 25 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে।
কেমন হবে লুক?
টেনাতে দেখানো ফোটো অনুযায়ী Redmi K40 এবং Redmi K40 Pro ফোনদুটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে তৈরি করা হয়েছে এবং ডিসপ্লের ওপর মাঝ বরাবর সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। ডিসপ্লের চার দিকে অত্যন্ত ন্যারো বেজল রয়েছে। একইভাবে ফোনটির ব্যাক প্যানেলে অনেকটা মি 11 এর মতো ডিম্বাকৃতি শেপের রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে দুটি বড় লেন্স এবং এর ডানদিকে ছোট সেন্সর ও ফ্ল্যাশ লাইট আছে।
আরও পড়ুন: ভারতীয় সাইটে লিস্টেড হল পোকোর নতুন মিড রেঞ্জ ফোন POCO X3 Pro, শীঘ্রই হবে লঞ্চ
সম্ভাব্য স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে আপাতত রেডমি কে40 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি তবে বিভিন্ন লিক ও লিস্টিং অনুযায়ী এই ফোনে ফুল এইচডি+ এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 12.5 দেওয়া হতে পারে এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
এই ফোনে কমপক্ষে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ থাকবে। লিক থেকে জানা গেছে অন্য ফোনে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। লিকে আরও বলা হয়েছে রেডমি কে40 তে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী থাকবে। তবে ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন