তাইবানের টেক কোম্পানি এইচটিসি আজ আন্তর্জাতিক মার্কেটে HTC Wildfire E Lite নামে নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি তাদের এই ফোনটি লো বাজেট সেগমেন্টে রাশিয়া ও সাউথ আফ্রিকার মার্কেটে লঞ্চ করেছে। অ্যান্ড্রয়েড ‘গো’ এডিশনের সঙ্গে এই ফোনটি আগামী দিনে ভারতেও সেল করা হতে পারে, তবে এবিষয়ে কোম্পানি এখনও পর্যন্ত কিছু জানায়নি।
HTC Wildfire E Lite
কোম্পানি তাদের এই ফোনটি নচলেস ডিসপ্লের সঙ্গে লো বাজেট ক্যাটাগরিতে পেশ করেছে। স্ক্রিনের ওপর ও নিচে চওড়া বেজল দেওয়া হয়েছে। HTC Wildfire E Lite ফোনটি 18:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1440 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.45 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেন 147.86 × 71.4 × 8.9 এমএম এবং ওজন 160 গ্ৰাম।
HTC Wildfire E Lite অ্যান্ড্রয়েড 10 গো এডিশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও এ20 চিপসেটে রান করে। অ্যান্ড্রয়েড গো এডিশন থাকার দৌলতে কম র্যাম ও স্টোরেজ সত্ত্বেও এই ফোনটি ফাস্ট ও স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি 2 জিবি র্যাম ও 16 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।
ফোটোগ্রাফির জন্য HTC Wildfire E Lite এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এইচডিআর সাপোর্টেড এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এতে 0.3 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
HTC Wildfire E Lite একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য HTC Wildfire E Lite এ 3,000 এমএএইচের ব্যাটারী আছে। ভারতীয় টাকায় আন্তর্জাতিক মার্কেটে ফোনটির দাম 7,500 টাকার কাছাকাছি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন