Redmi কোম্পানি জানিয়েছে যে Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G ফোনটি 5 জানুয়ারি ভারতে লঞ্চ হবে। এই দুটি স্মার্টফোন ইতিমধ্যেই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে, তাই এই ফোনের স্পেসিফিকেশনগুলিও প্রকাশিত হয়েছে। তবে ভারতীয় মার্কেটে এই সিরিজটি লঞ্চ হওয়ার আগেই ভারতে এর Pro Plus মডেলের দাম কত হবে সেটা জানা গেছে। লিক রিপোর্ট অনুযায়ী Redmi Note 12 Pro+ ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে এবং এর দাম শুরু হবে 24,999 টাকা থেকে। আরও পড়ুন: WhatsApp এ নিজেদের পরিবারের সদস্য বলে দাবি করে অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছে টাকা! আজই সতর্ক হয়ে যান
ভারতে Redmi Note 12 Pro+ 5G ফোনের দাম (লিক)
নতুন রেডমি মোবাইলের দাম শেয়ার করেছেন টিপস্টার পারস গুগলানি। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হবে। এর মধ্যে থাকবে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ। এই সব কটি ভেরিয়েন্টের দাম হতে পারে 25 হাজার থেকে 29 হাজারের মধ্যে।
লিক রিপোর্ট অনুযায়ী, Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোনটির 6GB RAM ভেরিয়েন্টটি ভারতীয় মার্কেটে 24,999 টাকায় লঞ্চ করা হবে। এই ফোনের 8 GB RAM ভেরিয়েন্টের দাম 26,999 টাকা হতে পারে। এই ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্ট অর্থাৎ Redmi Note 12 Pro Plus 5G ফোনটি 12GB RAM সহ ভারতে 28,999 টাকায় লঞ্চ করা হবে। আরও পড়ুন: আরেকটি লো বাজেট মোবাইল পেশ করতে চলেছে Vivo, কোম্পানির ‘Y’ সিরিজের অধীনে এই নামে লঞ্চ হবে ফোনটি, জেনে নিন দাম এবং ফিচার
Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.67 FHD+ OLED ডিসপ্লে
- 12GB RAM + 256GB স্টোরেজ
- MediaTek Dimensity 1080চিপসেট
- 200MP + 8MP + 2MP রেয়ার ক্যামেরা
- 120W 5,000mAh ব্যাটারি
Redmi Note 12 Pro Plus 5G ফোনে 2400 X 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.67-ইঞ্চি FullHD + ডিসপ্লে রয়েছে, যা OLED প্যানেলে তৈরি এবং 120Hz রিফ্রেশরেট ও 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই ফোনের স্ক্রিনে 900নিটস ব্রাইটনেস, HDR10+ এর মতো ফিচারও পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট রয়েছে।
Redmi 12 Pro+ 5G ফোনটি F/1.65 অ্যাপারচার সহ 200MP Samsung HPX রেয়ার সেন্সর সাপোর্ট ল করে। এটি একটি 7P লেন্স যা ALD কোটেড। এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং LED ফ্ল্যাশ সহ 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: 631km রেঞ্জ সহ লঞ্চ হবে Hyundai Ioniq 5, মাত্র 18 মিনিটে হবে 80 শতাংশ চার্জ
Redmi Note 12 Pro+5G ফোনটি 12 GB পর্যন্ত RAM মেমরি সাপোর্ট করে যার সাথে 256 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। প্রসেসিংয়ের জন্য এই স্মার্টফোনে MediaTek Dimensity 1080 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটি Mali-G68 GPU সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই Redmi ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে, যা 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন