28 ফেব্রুয়ারি লঞ্চ হবে রেডমি নোট 7, ফ্লিপকার্টে লিস্টেড হল এই শক্তিশালী স্মার্টফোন

ভারতীয় স্মার্টফোন বাজারের একটি বড় অংশে দখল করে রাখা কোম্পানি শাওমি ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত। এবছরের শুরুতে শাওমি চীনে রেডমি নোট 7 লঞ্চ করেছিল। এবার এই ডিভাইসটি ভারতে লঞ্চ হ‌ওয়ার জন্য তৈরি। বর্তমানে ফোনটি ভারতে লঞ্চের আগে ফ্লিপকার্টে রেডমি নোট 7;এর টিজার জারি করা হয়েছে।

এয়ারটেলের থেকে দ্বিগুণ 4জি স্পীড দেয় জিও, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানিগুলির অবস্থা

ফ্লিপকার্টে মাইক্রোসাইট বানানো হয়েছে, যার থেকে বোঝা যাচ্ছে রেডমি নোট 7 ফোনটি ফ্লিপকার্টে বেচা হবে। এছাড়া ফ্লিপকার্টে বানানো মাইক্রোসাইটে রেডমি নোট 7 এর ফিচার‌ও দেখানো হয়েছে।

রেডমি নোট 7 এর স্পেসিফিকেশন
রেডমি নোট 7 গ্লাস বডিতে তৈরি যার ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনে 19.9:5 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপরের দিকে “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। রেডমি নোট 7 এ 2340 × 1080 পিক্সেল রেজলিউশনের 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য শাওমি এতে গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করেছে।

নতুন এবং অ্যাডভান্স মিইউআই 11 এ আপডেট হবে এইসব শাওমি স্মার্টফোন, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেটআপ। এতে এলইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং সেন্সর আছে। কোম্পানি রেডমি নোট 7 এর রেয়ার ক‍্যামেরা সেটআপকে এআই টেকনিকযুক্ত করেছে যা লাইট, নয়েস ও ব্রাইটনেস নিজে থেকেই অ্যাডজাস্ট করে সুন্দর ফোটো ক‍্যাপচার করতে পারে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

রেডমি নোট 7 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে এবং কোম্পানির ইউজার ইন্টারফেস মিইউআই 9 এর ব‍্যবহার আরও সুন্দর ও স্মুথ বানায়। প্রসেসিঙের জন্য রেডমি নোট 7 এ 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য রেডমি নোট 7 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচারও সাপোর্ট করে।

চীনের থেকেও বেশি ভারতে বিক্রি হয় শাওমি স্মার্টফোন

শাওমি রেডমি নোট 7 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএসের সঙ্গে আইআর ব্লাস্টারও দেওয়া হয়েছে। রেডমি নোট 7 এ মিউজিকের জন্য 3.5 এমএম জ‍্যাক দেওয়া হয়েছে এবং এক্সটার্নাল ইউএসবি ড্রাইভের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। পাওয়ার ব‍্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

রেডমি নোট 7 চীনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি সাপোর্ট করে। দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মছমরি দেওয়া হয়েছে এবং রেডমি নোট 7 এর সবচেয়ে শক্তিশালী ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। রেডমি নোট 7 চীনে টোয়াইলাইট গোল্ড, ফ‍্যান্টাসি ব্লু ও ব্রাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here