চীনের থেকেও বেশি ভারতে বিক্রি হয় শাওমি স্মার্টফোন

ভারতীয় স্মার্টফোন মার্কেট সম্পর্কে একটি অবাক করা রিপোর্ট কয়েক দিন আগে সামনে আসে। এই রিপোর্টে বলা হয় গত বছর অর্থাৎ 2018 সালে ভারতে 143 মিরিয়নের‌ও বেশি স্মার্টফোন কেনা হয়েছে। এই সংখ্যা 14,23,00,000 টির‌ও বেশি। রিপোর্টে আরও বলা হয় এই 1,423 লক্ষ স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি শাওমির স্মার্টফোন। আরও একবার শাওমি স্মার্টফোন সম্পর্কে একটি নতুন তথ্য জানা গেছে যেখানে বলা হয়েছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি শাওমি স্মার্টফোন ভারতে কেনা হয়। অর্থাৎ শাওমি তাদের হোম মার্কেট চীনের থেকেও বেশি ভারতে বিক্রি হয়।

পড়ে গেলেও লাগবে না একটি আঁচড়‌ও, স‍্যামসাং লঞ্চ করল 8 ইঞ্চির ডিসপ্লে ও 4,450 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2

কাউন্টারপয়েন্ট শাওমি সম্পর্কে এই রিপোর্টটি পেশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে যে পরিমাণ শাওমি স্মার্টফোন বেচা হয় তার 36 শতাংশ শুধুমাত্র ভারতে বিক্রি হয়। এমন প্রথম বার হল যখন কোনো চীনা ব্র‍্যান্ড চীনের বাইরে তার হোম মার্কেটের থেকেও বেশি ব‍্যাবসা করেছে। শাওমির গোটা বিশ্বে বিক্রি হ‌ওয়া স্মার্টফোনের মধ্যে 36 শতাংশ যেখানে ভারতে বিক্রি হয়েছে সেখানে চীনে 35 শতাংশ চীনে বিক্রি হয়েছে। এই হিসাব 2018 সালের শেষ তিন মাসের।

আগের রিপোর্টে বলা হয়েছিল 2018 সালে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটের 28.9 শতাংশ শাওমি দখল করে রেখেছিল। 2018 সালে শাওমির 41.1 মিরিয়নের‌ও বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। এই লিস্ট স‍্যামসাং 22.4 শতাংশ মার্কেট শেয়ার পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। এক‌ই ভাবে 10 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে ভিভো তৃতীয় ও 7.2 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে ওপ্পো চতুর্থ স্থান পেয়েছে। 2018 সালে শাওমি 41.1 মিরিয়নের‌ও বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে।

48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে শাওমি মি 9, এই স্টাইলিশ ফোনের তথ্য হল লিক

শাওমি চীনকেও পিছিয়ে সবচেয়ে বেশি স্মার্টফোন ভারতে বেচেছে। এই দুটি দেশ ছাড়া এশিয়ার অন‍্যান‍্য দেশে শাওমির শেয়ার 16 শতাংশ। ইউরোপে শাওমি 8 শতাংশ স্মার্টফোন বিক্রি করেছে। এই লিস্ট অনুযায়ী শাওমি মিডল ইস্ট ও এশিয়াতে 3 শতাংশ ও সেন্ট্রাল ও ল‍্যাটিন আমেরিকায় 2 শতাংশ স্মার্টফোন বিক্রি করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here