Xiaomi এর কীর্তি : Redmi Note 7 Pro হয়ে গেছে ভারতের বেস্ট সেলিং স্মার্টফোন

চীনের টেক কোম্পানি Xiaomi এবছর তাদের Redmi Note 7 সিরিজ পেশ করেছিল, যার মধ্যে ছিল Redmi Note 7 এবং Redmi Note 7 Pro এর মতো আকর্ষণীয় স্মার্টফোন। এবার এই Redmi Note 7 Pro ফোনটি ভারতের বেস্ট সেলিং স্মার্টফোনে পরিণত হয়েছে। এমনকি এই স্মার্টফোনটি শাওমিকে ভারতের টপ স্মার্টফোন কোম্পানি বানিয়ে দিয়েছে। এই ব‍্যাপারে কাউন্টারপয়েন্ট তাদের রিপোর্ট পেশ করেছে। 

মোবাইল নাম্বার পোর্টাবিলিটি এখন আরও সস্তা, দিতে হবে মাত্র 6 টাকারও কম

কাউন্টারপয়েন্টের রিপোর্ট অনুযায়ী Redmi Note 7 Pro ফোনটি এবছর অর্থাৎ 2019 সালের দ্বিতীয় তিনমাসে 12.1% মার্কেট শেয়ার পেয়েছে, যা অন‍্যান‍্য যে কোনো ফোনের চেয়ে অনেক এগিয়ে। এরপর এই লিস্টের দ্বিতীয় নামটিও একটি শাওমি স্মার্টফোনের‌ই, এটি হলে Redmi 6A। রিপোর্ট অনুযায়ী এই ফোনটির মার্কেট শেয়ার ছিল 6.4%, যার ফলে এটি ভারতের দ্বিতীয় বেস্ট সেলিং স্মার্টফোন হয়ে গেছে। 

রিপোর্টে বলা হয়েছে ভারতীয় ইউজারদের মধ্যে 15 হাজার টাকা থেকে 20 হাজার টাকার মধ‍্যবর্তী দামের স্মার্টফোন বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এবছরের দ্বিতীয় তিনমাসে ভারতে মিড রেঞ্জ স্মার্টফোনের ক্ষেত্রে 26% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 

Exclusive : লঞ্চের আগেই চলে এলো Vivo U10 এর লাইভ ইমেজ, দেখে নিন ফোনটির ডিজাইন

শাওমি ছাড়া ভারতের স্মার্টফোন মার্কেটে তাদের বাজেট স্মার্টফোনের জন্য দ্রুতগতিতে রিয়েলমি তাদের জায়গা গড়ে নিয়ে ভারতের দ্বিতীয় বেস্ট সেলিং স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়েছে। শাওমির পরে রিয়েলমির দুটি স্মার্টফোনকে টপ 5 এর লিস্টে তৃতীয় ও চতুর্থ স্থানে জায়গা করে নিতে দেখা যাচ্ছে। 

এই লিস্টে Realme C2 5.9% শেয়ারের সঙ্গে তৃতীয় স্থান এবং Realme 3 স্মার্টফোনটি 5.6% শেয়ারের সঙ্গে চতুর্থ স্থান পেয়েছে। আবার পঞ্চম স্থানেও শাওমির Redmi Note 7 স্মার্টফোন জায়গা করে নিয়েছে। এবছরের দ্বিতীয় তিনমাসে এই ফোনটির মার্কেট শেয়ার ছিল 5%।

Samsung Galaxy A50s না Redmi K20, কে জিতবে ইউজারদের মন?

অর্থাৎ এবছরের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত টপ 5 স্মার্টফোনের লিস্টে তিনটি শাওমি এবং দুটি রিয়েলমি স্মার্টফোন তাদের স্থান করে নিয়েছে। সবচেয়ে বড়ো কথা এই লিস্টে ভারতীয় স্মার্টফোন কোম্পানিগুলির কোনো অস্তিত্ব‌ই দেখা যায়নি। এমনকি স‍্যামসাং পর্যন্ত এই দৌড়ে যথেষ্ট পিছিয়ে পড়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here