Samsung Galaxy A50s না Redmi K20, কে জিতবে ইউজারদের মন?

Samsung ভারতে ইতিমধ্যে তাদের দুটি নতুন স্মার্টফোন Samsung Galaxy A50s এবং Samsung Galaxy A30s লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোন‌ই মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে যার মধ্যে  Samsung Galaxy A50s হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত। এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে ভারতের নাম্বার ওয়ান ব্র‍্যান্ডে পরিণত হ‌ওয়া Xiaomi এর তুলনা লো বাজেটের ক্ষেত্রে যেমন Realme এর সঙ্গে করা হয় তেমনই মিড বাজেটের ক্ষেত্রে Xiaomi এর সবচেয়ে বড়ো প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় Samsung। এক‌ই ভাবে Samsung এর Galaxy A50s ফোনটিকেও Xiaomi Redmi K20 এর প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। এই দুটি ফোন‌ই প্রায় এক‌ই বাজেটের। তাই প্রশ্ন ওঠে Samsung Galaxy A50s কেনা উচিত নাকি Xiaomi Redmi K20 পছন্দ করা বেশি ভালো হবে। আজ আমরা এই দুটি ফোনের স্পেসিফিকেশনের তুলনামূলক আলোচনা করব যা পড়ে আপনারা বুঝতে পারবেন যে কোন ফোনটি এগিয়ে, Xiaomi Redmi K20 নাকি Samsung Galaxy A50s।

5,000 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও কোয়াড ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হলো Oppo AI 2020, দাম 20,000 টাকারও কম

ডিসপ্লে ও ডিজাইন

Xiaomi Redmi K20 ফোনটি ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা মধ্যে পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে তৈরি যা 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। এই ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এটি কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। Xiaomi Redmi K20 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। 

Samsung Galaxy A50s ফোনটি কোম্পানির পক্ষ থেকে ইনফিনিটি “ইউ” ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 3ডি প্রিজম ডিজাইনে তৈরি যা 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে সাপোর্ট করে। Samsung ও তাদের Galaxy A50s এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। 

র‍্যাম ও স্টোরেজ

ভারতে Samsung Galaxy A50s ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম আছে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি করে ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। 

Xiaomi Redmi K20 ফোনটি একটি র‍্যাম ভেরিয়েন্টেই আনা হয়েছে যা 6 জিবি র‍্যামযুক্ত। এই ফোনে 64 জিবি ও 128 জিবির দুটি স্টোরেজ অপশন পাওয়া যায়। 

6,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy Note 10 ও Note 10+, জেনে নিন কিভাবে কিনবেন

সফটওয়্যার ও চিপসেট

Samsung Galaxy A50s ফোনটি কোম্পানির পক্ষ থেকে 9.0 পাইযুক্ত স‍্যামসাং ওয়ান ইউআইসহ পেশ করা হয়েছে যা কোয়াড 2.3 গিগাহার্টস + কোয়াড 1.7 গিগাহার্টস প্রসেসরের সঙ্গে 10 এন‌এম টেকনিকে তৈরি স‍্যামসাঙের এক্সিনস 9611 চিপসেটে রান করে। 

Xiaomi এর Redmi K20 ফোনটিও অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত মিইউআইসহ লঞ্চ হয়েছে যা  2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটে রান করে। 

ফোটোগ্ৰাফি

Xiaomi Redmi K20 তে ফোটোগ্ৰাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর + এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

Samsung Galaxy A50s এও ট্রিপল রেয়ার ক‍্যামেরা আছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর + এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

ভারতে লঞ্চ হলো Samsung Galaxy A50s এবং Galaxy A30s, কম দামে পাওয়া যাবে দুর্দান্ত স্পেসিফিকেশন

ব‍্যাটারী

Samsung Galaxy A50s এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 

Xiaomi Redmi K20 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 

দাম

সমস্ত স্পেসিফিকেশন জানার পর Xiaomi Redmi K20 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 21,999 টাকা এবং 6 জিবি ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 23,999 টাকা দামে সেল করা হয়। 

Samsung Galaxy A50s এর 4 জিবি র‍্যাম 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 22,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অর্থাৎ Xiaomi Samsung এর থেকে 1,000 বেশি সস্তা। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here