Exclusive : লঞ্চের আগেই চলে এলো Vivo U10 এর লাইভ ইমেজ, দেখে নিন ফোনটির ডিজাইন

Vivo ভারতে তাদের নতুন U সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজের প্রথম স্মার্টফোন হবে Vivo U10 যা আগামী 24 সেপ্টেম্বর লঞ্চ করা হবে। এই ফোনটি এক্সক্লুসিভ আমাজন ইন্ডিয়ায় সেল করা হবে। আমরা এবার Vivo U10 এর লাইভ ইমেজ নিয়ে এসেছি। 

Exclusive : লিক হলো Vivo V17 Pro এর লাইভ ইমেজ

এই লাইভ ইমেজ আমরা পেয়েছি আমাদের বিশ্বস্ত সূত্র মারফত, যার ফলে ফোনটির ডিজাইন জানা গেছে। ছবি অনুযায়ী এই ফোনে “ইউ” শেপের নচ থাকবে। এর সঙ্গে নিচের দিকে একটু বেজল লক্ষণীয়। এছাড়া ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন থাকবে। তবে এখনও পর্যন্ত ফোনটির ব‍্যাক প‍্যানেলের ছবি পাওয়া যায়নি। 

জানিয়ে রাখি আমাদের সঙ্গে কথা বলার সময় Vivo India এর ডাইরেক্টর (ব্র‍্যান্ড স্ট্র‍্যাটেজি) নিপুণ মারিয়া বলেছিলেন Vivo U10 এই মাসেই ভারতীয় বাজারে চলে আসবে এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে এর সেল‌ও শুরু হয়ে যাবে। 

5,000 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও কোয়াড ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হলো Oppo AI 2020, দাম 20,000 টাকারও কম

নিপুণ মারিয়া আরও বলেছিলেন Vivo U সিরিজের মধ্য দিয়ে কোম্পানি লো বাজেট সেগমেন্টে দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানিয়েছেন কোম্পানির পক্ষ থেকে Vivo U10 এর একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। মনে করা হচ্ছে Vivo U10 এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টের দাম সর্বাধিক 12,000 টাকার কাছাকাছি হবে। 

Vivo U10 এর সবচেয়ে বড়ো বিশেষত্ব এই ফোনের বড়ো এবং শক্তিশালী ব‍্যাটারী হবে। নিপুণ মারিয়া Vivo U10 এর জন্য Unstoppable ট‍্যাগ ব‍্যবহার করেছেন। তাঁর কথা অনুযায়ী এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হবে এই ফোনের ব‍্যাটারী সেগমেন্ট। এখনও পর্যন্ত অবশ্য তিনি Vivo U10 এর ব‍্যাটারীর ক্ষমতা সম্পর্কে জানাননি। 

6,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy Note 10 ও Note 10+, জেনে নিন কিভাবে কিনবেন

Vivo কয়েক দিন আগে জানিয়েছিল কোম্পানি আগামী 20 সেপ্টেম্বর ভারতে Vivo V17 Pro লঞ্চ করবে। Vivo V17 Pro বিশ্বের প্রথম ডুয়েল পপ আপ ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন হতে চলেছে যা 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here