Realme নিয়ে এল কোম্পানির প্রথম 5G স্মার্টফোন Realme X50, প্রতিযোগিতায় অন‍্যান‍্য ব্র‍্যান্ড

Realme গত সপ্তাহে ভারতীয় বাজারে Realme X2 Pro এবং Realme 5s নামে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। ভারতীয় বাজারে Realme অত্যন্ত দ্রুত গতিতে উন্নতি করে চলেছে এবং কোম্পানি খুব কম সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। কম দামে অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চ করে Realme বর্তমানে ভারতে Samsung ও Xiaomi এর মতো ব্র‍্যান্ডগুলিকে কাঁঁটায় কাঁটায় টক্কর দিয়ে চলেছে। এবার শোনা যাচ্ছে ভারতে প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করার খেতাব‌ও Realme দখল করে নিতে পারে। 

আরও পড়ুন : Samsung Galaxy A51 হবে কোম্পানির সবচেয়ে সস্তা কোয়াড ক‍্যামেরা স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

বর্তমানে মিডিয়ায় খবর ছেয়ে গেছে যে Realme ভারতে 5জি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যদি কোম্পানি প্রোডাক্ট ও পরিকল্পনায় সফল হয় তবে ভারতে লঞ্চ হ‌ওয়া প্রথম স্মার্টফোনটি Realme এর‌ই হবে। ভারতে 5জি স্মার্টফোন কত দিনের মধ্যে লঞ্চ হবে তা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়, কিন্তু কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ হতে চলা তাদের প্রথম 5জি স্মার্টফোন সম্পর্কে ঘোষণা করে দিয়েছে।

কোম্পানি অফিসিয়ালি Realme X50 নামে একটি ফোন সম্পর্কে ঘোষণা করেছে। রিয়েলমি চায়নার সিইও Xu Qi Chase চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে জানিয়েছেন কোম্পানি তাদের 5জি ফোন নিয়ে কাজ করছে এবং আগামী বছরের শুরুতে কোম্পানি এই ফোনটি Realme X50 নামে টেক জগতে লঞ্চ করবে। Xu Qi Chase তাঁর পোস্টে Realme X50 এর ফোটোও দেখিয়েছেন, যার থেকে জানা গেছে কোম্পানি এই ফোনটি ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এছাড়া এই ফোনটি ডুয়েল মডেল 5জি সাপোর্ট (SA/NSA) যুক্ত হবে।

আরও পড়ুন : খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত Xiaomi Mi Note 10, পিছিয়ে যাবে অন‍্যান‍্য কোম্পানি

Realme X50 সম্পর্কে বলা হয়েছে এই ফোনটি চীনে প্রথম লঞ্চ হবে এবং পরবর্তী সময়ে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য দেশের মার্কেটে এই ফোনটি পেশ করা হবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটে রান করবে। Realme X50 এর স্পেসিফিকেশন কি হবে এবং এই ফোনটি কবে লঞ্চ করা হবে সেবিষয়ে জানার জন্য কোম্পানির আগামী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

লেটেস্ট স্মার্টফোন ও ভারতীয় দাম

কয়েক দিন আগেই ভারতে দুটি ভেরিয়েন্টে Realme 5s ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানি 9,999 টাকা দামে লঞ্চ করেছে। এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। আগামী 29 নভেম্বর থেকে Realme 5s ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। এই স্মার্টফোনটি ক্রিস্টাল ব্লু, ক্রিস্টাল রেড ও ক্রিস্টাল পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 

আরও পড়ুন : লঞ্চ হল Vivo V17, এতে আছে 8 জিবি র‍্যাম, 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা.

ভারতে কোম্পানির এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটিও দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে এবং ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট‌ই হোয়াইট ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর সঙ্গে কোম্পানি Realme X2 Pro এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিযুক্ত মাস্টার এডিশন‌ও লঞ্চ করেছে, যার দাম 34,999 টাকা। আগামী 26 নভেম্বর থেকে Realme X2 Pro ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here