শাওমি আনতে চলেছে পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা দুর্দান্ত স্মার্টফোন, পিছিয়ে পড়বে ওপ্পো ও ভিভো

শাওমি সম্পর্কে কিছু দিন আগে শোনা গেছে কোম্পানি স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটযুক্ত নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করতে পারে। এবার চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে জারি করা একটি টিজার থেকে জানা গেছে কোম্পানি তাদের পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরাওয়ালা Redmi Y3 এর প্রথম সেল আজ, জেনে নিন কিভাবে কিনবেন

ওয়েইবোতে পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা ফোনের ফোটো কোম্পানি একটি পোস্টের কমেন্টে শেয়ার করেছে। এই স্মার্টফোনে ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে মার্কেটে ওপ্পো ভিভোর মতো কোম্পানি অনেক আগে থেকেই পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করে রেখেছে।

মনু কুমার জৈন কোয়ালকম ইন্ডিয়ার বিপি ও প্রেসিডেন্ট ফর কোয়ালকম ইন্ডিয়া এন্ড রাজেশ বগাড়িয়া ও কোয়ালকম বিপি ফর প্রোডাক্ট ম‍্যানেজমেন্ট কেদার কোন্ডুপের টুইটারে একটি ফোটো শেয়ার করেন। এই ফোটোয় একটি হিন্ট পাওয়া গেছে, যার থেকে আশা করা হচ্ছে শাওমির আগামী ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন‍্যাপড্রাগন 700 সিরিজের প্রসেসর থাকবে।

ডুয়েল ক‍্যামেরা ও বড় ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে ভিভোর নতুন স্মার্টফোন, লিস্টেড হল টেনাতে

আসলে এই টুইটের ফোটো ক‍্যাপশন থেকে প্রসেসর সম্পর্কে জানা গেছে। টিজারে কোয়ালকমের তরফ থেকে দুই সপ্তাহ আগে পেশ করা 700 সিরিজের প্রসেসরের উল্লেখ আছে, আশা করা হচ্ছে এটি স্ন‍্যাপড্রাগন 730 অথবা স্ন‍্যাপড্রাগন 730G প্রসেসর হতে পারে। জেনে রাখুন কোয়ালকম তাদের লেটেস্ট স্ন‍্যাপড্রাগন 730 ও স্ন‍্যাপড্রাগন 730G প্রসেসর গত 9 এপ্রিল, 2019 পেশ করেছে।

প্রসঙ্গত 730 চিপসেট 8 এম‌এম ফেব্রিকেশনযুক্ত প্রসেসর এবং স্ন‍্যাপড্রাগন 710 SoC এর থেকে ভালো পারফরম্যান্স করবে। এই চিপসেট ক্রিও 470 অক্টাকোর সিপিইউ ও গেমিঙের জন্য অ্যাড্রিনো 618 জিপিইউ যুক্ত।

Xiaomi খুব তাড়াতাড়ি আনতে চলেছে স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটযুক্ত স্মার্টফোন, থাকতে পারে পপ-আপ সেলফি ক‍্যামেরা

এই প্রসেসরে সিঙ্গেল 48 মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ সাপোর্ট করতে পারে। মাল্টি ফ্রেম নয়েস রিডাকশনের সাহায্যে এই চিপসেট স্ন‍্যাপশট মোডে 192 মেগাপিক্সেল পর্যন্ত রেজলিউশনের ফোটো দিতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here