ডুয়েল ক‍্যামেরা ও বড় ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে ভিভোর নতুন স্মার্টফোন, লিস্টেড হল টেনাতে

টেক কোম্পানি ভিভো কিছু দিন আগে ভারতে তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y17 লঞ্চ করে। এই ফোনটি ভারতে 17,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এবার শোনা যাচ্ছে কোম্পানি মিড রেঞ্জ সেগমেন্টে একটি ফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভিভোর এই আগামী স্মার্টফোন চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে Vivo V1730GA মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। টেনাতে ফোনটির ফোটোর সঙ্গে এর স্পেসিফিকেশনের‌ও উল্লেখ আছে।

Xiaomi খুব তাড়াতাড়ি আনতে চলেছে স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটযুক্ত স্মার্টফোন, থাকতে পারে পপ-আপ সেলফি ক‍্যামেরা

টেনার এই লিস্টিঙে ফোনটির মডেল নাম্বার Vivo V1730GA বলা হলেও ফোনটির নাম জানানো হয়নি। তাই এখনই এটা বলা সম্ভব নয় যে ভিভোর আগামী স্মার্টফোন কি নামে লঞ্চ করা হবে। টেনাতে গত 24 এপ্রিল এই লিস্টিং করা হয়েছে এবং এতে ফোনটির চারটি প‍্যানেলের সঙ্গে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়েছে।

Vivo V1730GA আজকের ট্রেন্ডের থেকে কিছুটা পিছিয়ে রেগুলার নচ ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হবে। অর্থাৎ এই ফোনে অ্যাপেল আইফোন 10 এর মতো নচ ডিসপ্লে দেখা যাবে। এই নচে সেলফি ক‍্যামেরার সঙ্গে ইয়ারপিস‌ও দেওয়া হবে। এক‌ই ভাবে ডিসপ্লের নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হবে। ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হবে।

RealMe আনতে চলেছে পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, থীম সঙে করল টিজ

ভিভোর এই আগামী স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা থাকবে। এই ক‍্যামেরা সেট‌আপ ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরে বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত এবং ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট থাকবে। Vivo V1730GA এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে। ফোটো দেখে স্পষ্ট বোঝা না গেলেও আশা করা হচ্ছে ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট ও 3.5 এম‌এম জ‍্যাক থাকবে।

টেনাতে দেওয়া তথ্য অনুযায়ী Vivo V1730GA 19:9 আসপেক্ট রেশিওযুক্ত হবে এবং এতে 2280 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে। লিক অনুযায়ী ভিভোর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ফনটাচ ইউআই দেওয়া হবে যা 1.95 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে রান করবে। টেনাতে চিপসেট সম্পর্কে কিছু বলা হয়নি।

30W ফাস্ট চার্জিং ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Nubia Red Magic 3, গেমিঙের জন্য অনবদ্য অনুভূতি

টেনার তথ্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে Vivo V1730GA ফোনটি চীনে 4 জিবি ও 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। দুটি ভেরিয়েন্টেই 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়।

এই ফোনে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর থাকবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,180 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here