32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরাওয়ালা Redmi Y3 এর প্রথম সেল আজ, জেনে নিন কিভাবে কিনবেন

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি শাওমি তাদের দুর্দান্ত সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Redmi Y3 ফোনটি প্রথম বার সেলের মাধ্যমে পেশ করবে। এই ফোনটি আজ দুপুর 12টায় ই-কমার্স সাইট আমাজন, mi.com ও শাওমির মি হোম স্টোরে সেল করা হবে।

ডুয়েল ক‍্যামেরা ও বড় ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে ভিভোর নতুন স্মার্টফোন, লিস্টেড হল টেনাতে

গত বছর লঞ্চ করা Redmi Y2 এর আপগ্ৰেড ভার্সন হিসেবে Redmi Y3 ফোনটি এমাসেই লঞ্চ করা হয়। এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্ট বোল্ড রেড, এলিমেন্ট ব্লু ও প্রাইম ব্ল‍্যাকে লঞ্চ করা হয়েছে।

দাম ও অফার
কোম্পানির পক্ষ থেকে ফোনটি 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। অন‍্য ভেরিয়েন্টটি অর্থাৎ 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 11,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি কিনলে এয়ারটেলের পক্ষ থেকে 1,120 জিবি 4জি ডেটার অফার দেওয়া হবে।

Xiaomi খুব তাড়াতাড়ি আনতে চলেছে স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটযুক্ত স্মার্টফোন, থাকতে পারে পপ-আপ সেলফি ক‍্যামেরা

স্পেসিফিকেশন ও ফিচার
শাওমি Redmi Y3 তে 6.26 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে ফোনের স্টোরেজ 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য Redmi Y3 এর ব‍্যাক প‍্যানেলে এআই ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে গুগল লেন্স অপশনের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

RealMe আনতে চলেছে পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, থীম সঙে করল টিজ

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ব‍্যাটারী দুইদিন পর্যন্ত চলবে। এর সঙ্গে এই ফোনে 360° এআই ফেস আনলক ফিচার আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here