3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Redmi Turbo 4 Pro, দেখে নিন ডিটেইলস

Redmi Turbo 4 ফোনের তুলনায় Redmi Turbo 4 Pro ফোনটি অনেকবেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে। এই বছর জানুয়ারি মাসে এই ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী 3C সার্টিফিকেশন সাইটে Pro মডেল লিস্টেড হয়েছে, ফলে শীঘ্রই ফোনটি চীনে লঞ্চ করা হতে পারে। এই লিস্টিঙের মাধ্যমে Turbo 4 Pro ফোনের চার্জিং ডিটেইলস সম্পর্কে জানা গেছে। এই ফোনটি গ্লোবাল বাজারে POCO F7 নামে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট লিস্টিং সম্পর্কে।

Redmi Turbo 4 Pro এর 3C লিস্টিং

  • টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে একটি নতুন Redmi ফোনের 3C সার্টিফিকেশন ডিটেইলস শেয়ার করেছে। এই ফোনটি 25053RT47C মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই ফোনটি Redmi Turbo 4 Pro স্মার্টফোন হতে পারে।
  • 3C লিস্টিং অনুযায়ী Redmi Turbo 4 Pro ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া ফোনটিতে 7,000mAh+ বড় ব্যাটারি দেওয়া হতে পারে।
  • DCS এর রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটিতে নতুন Snapdragon 8s সিরিজের চিপসেট দেওয়া হতে পারে। এটি Snapdragon 8s Elite SoC চিপসেট হবে। এটি Snapdragon 8 Gen 3 চিপসেটের মতো আর্কিটেকচার এবং প্রসেসর থাকবে।
  • এই স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে এই Redmi Turbo 4 Pro ফোনটি একটি পারফরমেন্স ফোকাস স্মার্টফোন হতে পারে। এটি ফ্ল্যাগশিপ লেবল ফিচার সহ লঞ্চ করা হবে।

Redmi Turbo 4 Pro এর সম্পর্কে জানা গেছে…

  • Redmi Turbo 4 Pro ফোনটিতে 6.8 ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং ফিচার সহ পেশ করা হবে।
  • এই Redmi ফোনে অত্যন্ত পাতলা বেজাল এবং রাউন্ডেড কর্নার দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে মেটাল মিডল ফ্রেম এবং গ্লাস বডি থাকতে পারে।
  • ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে।

বর্তমানে এখনও পর্যন্ত Redmi Turbo 4 Pro ফোনের সম্পর্কে অফিসিয়ালি কোনো ধরনের তথ্য জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। গ্লোবাল বাজারে ফোনটি POCO F7 নামে এবং 27 ফেব্রুয়ারি পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও POCO F7 সিরিজের অধীনে POCO F7 Pro এবং POCO F7 Ultra ফোন দুটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here