JIO-এর মুকুটে নতুন পালক! জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

রিলায়েন্স জিও ডেটা ট্রাফিকের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্ক হয়ে উঠেছে। 2024 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিনটি কোয়ার্টারেই চীনের কোম্পানি চায়না মোবাইলের চেয়ে ক্রমাগত এগিয়ে থেকেছে জিও। আন্তর্জাতিক বাজারে টেলিকম সেক্টরের রিসার্চ কোম্পানি টেফিসিয়েন্টের রিপোর্ট অনুযায়ী ডেটা ট্রাফিকের ক্ষেত্রে জিও এবং চায়না মোবাইলের পর তৃতীয় স্থানে রয়েছে চীনেরই আরও একটি কোম্পানি চায়না টেলিকম। অন্যদিকে চতুর্থ স্থানে ভারতীয় এয়ারটেল কোম্পানি এবং ষষ্ঠ স্থানে ভোডাফোন আইডিয়া জায়গা করে নিয়েছে।

রিপোর্ট থেকে জানা গেছে ডিটেইলস

টেফিসিয়েন্ট তাদের X অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করে জানিয়েছে চাইনিজ কোম্পানি চায়না মোবাইলের অবস্থা খারাপ হয়ে গেছে। চায়না মোবাইল বার্ষিক মাত্র 2% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। অন্যদিকে জিও ও চায়না টেলিকমের প্রায় 24% এবং এয়ারটেলের 23% বৃদ্ধি হতে দেখা গেছে। টেফিসিয়েন্টের বক্তব্য অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলির মধ্যে ডেটা ট্রাফিক বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল শক্তিশালী 5G নেটওয়ার্কের উপস্থিতি। অন্যদিকে চীনের ডেটা ট্রাফিকের ক্ষেত্রে ভারতের মতো 5G নেটওয়ার্ক ততটাও প্রভাব ফেলতে পারেনি।

জিওর আন্তর্জাতিক বাজারে ডেটা ট্রাফিকের ক্ষেত্রে নাম্বার ওয়ান হওয়ার পিছনে শক্তিশালী 5G এবং হোম ব্রডব্যান্ডের চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত তিন বছরে জিওর নেটওয়ার্কে ডেটা ট্রাফিক প্রায় 2 গুণ বেড়ে গেছে। প্রায় 14 কোটি 80 লক্ষ্যের বেশি ইউজাররা জিওর 5G নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছেন। জিওর বক্তব্য অনুযায়ী 2024-25 আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে মোট ডেটা ট্রাফিক 45 এক্সাবাইট ছাড়িয়ে গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here