আবার বাজিমাত করল Jio, ক্ষতিগ্রস্ত Airtel-Vi

ভারতীয় টেলিকম মার্কেটে রিলায়েন্স জিও লঞ্চের পর থেকেই টপ পজিশনে নিজের স্থান বানিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে কোম্পানি তাদের বিভিন্ন নতুন প্ল‍্যানের দৌলতে গ্ৰাহকদের আকর্ষণ করে চলেছে এবং অন‍্যান‍্য কোম্পানির থেকে যথেষ্ট এগিয়ে রয়েছে। আরও একবার কোম্পানি এই এক‌ই ধামাকা করে দেখিয়েছে। জুন মাসে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়াকে গ্ৰাহকের দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল, তেমনই রিলায়েন্স জিও প্রায় 45 লক্ষ নতুন ইউজার পেয়েছে। এরপর ভারতে জিওর মোট ইউজার সংখ্যা বেড়ে 39.7 কোটিরও বেশি হয়ে গেছে। এক নজরে দেখে নেওয়া যাক অন‍্যান‍্য কোম্পানির অবস্থা।

আরও পড়ুন: 8GB RAM, 32MP।সেলফি ক‍্যামেরা ও 48MP কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo V20 SE

জানিয়ে রাখি গত বছর ডিসেম্বর মাসের প্রাইস হাইক থেকে শুরু করে এই বছর করোনা ভাইরাসের প্রভাবের পরেও জিওর ইউজার সংখ্যা বেড়েই চলেছে। ফ্রি ডেটা ও কম দামের প্ল‍্যানের দৌলতে জিও ভারতীয় টেলিকম সেক্টরের এক নাম্বার ব্র‍্যান্ডে পরিণত হয়েছে।

অন‍্যদিকে 2020 সালের জুন মাসে এয়ারটেল প্রায় 11.2 লক্ষ ও Vi প্রায় 48.2 লক্ষ ইউজার হারিয়েছে। দীর্ঘদিন ধরে এই দুটি কোম্পানির গ্ৰাহক সংখ‍্যা ক্রমাগত কমে চলেছে।

আরও পড়ুন: 3GB RAM এর সঙ্গে এল ভিভোর সস্তা স্মার্টফোন Vivo Y12s, লঞ্চ করা হবে লো বাজেটে

ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) তাদের গত বৃহস্পতিবার পেশ করা রিপোর্টে জানিয়েছে গত জুন মাসে রিলায়েন্স জিওর ইউজার বেস 39.7 কোটি হয়ে গিয়েছে। অন‍্যদিকে এয়ারটেল 31.6 কোটি ইউজারের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে। এক‌ইভাবে ভোডাফোন আইডিয়ার কাছে আছে 30.5 কোটি সাবস্ক্রাইবার। জিওর মার্কেট শেয়ার গত জুন মাসে 34.33 শতাংশ থেকে বেড়ে 34.82 শতাংশ হয়ে গেছে। অন‍্যদিকে এয়ারটেলের মার্কেট শেয়ার 27.78 শতাংশ থেকে কমে 27.76 শতাংশ হয়েছে।

দেশের টেলিকম সেক্টরে আরও উত্থান পতন দেখা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। রিলায়েন্স জিওর পোস্টপেইড প্লাস প্ল‍্যান ইতিমধ্যে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জিওর পোস্টপেইড প্ল‍্যান লঞ্চ হ‌ওয়া মাত্র শেয়ার মার্কেটে অন‍্যান‍্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির শেয়ার মুখ থুবড়ে পড়েছে। মনে করা হচ্ছে নতুন পোস্টপেইড প্ল‍্যানের দৌলতে প্রিপেইডের পর এবার পোস্টপেইড সেগমেন্টেও কিস্তিমাত করবে।

আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy S20 FE, এই দুর্দান্ত ফোনে আছে 8GB RAM, 32MP সেলফি ক‍্যামেরা ও 4500mAh ব‍্যাটারী

গত বছর রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া কোম্পানির পক্ষ থেকে তাদের প্রিপেইড প্ল‍্যানের দাম 14 থেকে 33 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে ভারতের টেলিকম কোম্পানিগুলি তাদের প্ল‍্যানের দাম বাড়াতে চলেছে। তবে এবিষয়ে কোনো কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here