3GB RAM এর সঙ্গে এল ভিভোর সস্তা স্মার্টফোন Vivo Y12s, লঞ্চ করা হবে লো বাজেটে

টেক কোম্পানি ভিভো সম্পর্কে কানাঘুষো চলছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি টেক জগতে তাদের ‘ওয়াই’ সিরিজের একটি নতুন স্মার্টফোন Vivo Y12s নামে পেশ করবে। এবার কোম্পানির ঘোষণার আগেই ফোনটি গুগল প্লে কনসোলে লিস্টেড হয়ে গেছে। এই লিস্টিং থেকে Vivo Y12s এর ফোটোর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এছাড়া ফোনটির লুক ও ডিজাইন তো দেখা গেছেই।

আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy S20 FE, এই দুর্দান্ত ফোনে আছে 8GB RAM, 32MP সেলফি ক‍্যামেরা ও 4500mAh ব‍্যাটারী

আমরা গুগল প্লে কনসোলে Vivo Y12s ফোনটি স্পট করেছি। ওয়েবসাইটে নতুন ভিভো স্মার্টফোন V2026 মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে এবং মনে করা হচ্ছে এই ফোনটিই Vivo Y12s নামে লঞ্চ করা হবে। লিস্টিঙের ফোটো দেখে বোঝা গেছে ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনটির ডিসপ্লের দুই সাইড বেজল লেস হবে এবং নিচের দিকে চিন পার্ট থাকবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এর বাঁদিকের প‍্যানেলেও একটি বাটন দেখা গেছে, মনে করা হচ্ছে এটি গুগল অ্যাসিসট‍্যান্টের শর্টকাট কী।

Vivo Y12s এর এই লিস্টিং অনুযায়ী ফোনটি 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনটির স্ক্রিন সাইজ এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই ডিসপ্লে 300DPI সাপোর্টেড হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করবে বলে জানা গেছে। লিস্টিঙে আরও বলা হয়েছে এই ফোনটি 3 জিবি র‍্যাম ও PowerVR GE8329 GPU এর সঙ্গে পেশ করা হবে।

আরও পড়ুন: 30 সেপ্টেম্বর Xiaomi লঞ্চ করবে মি 10টি সিরিজ, লঞ্চ হতে পারে Mi 10T, Mi 10T Lite ও Mi 10T Pro

Vivo Y12

কোম্পানির পক্ষ থেকে Vivo Y12 এ 6.35 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক এমটি6762 হেলিও পি22 চিপসেটে রান করে। Vivo Y12 একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। মার্কেটে এই ফোনটি 3 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ10,990 টাকা দামে সেল করা হয়।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও Vivo Y12 এর ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও 2 মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর আছে। সেলফির জন্য Vivo Y12 এর ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনটি রিভার্স চার্জিং ফিচারযুক্ত অর্থাৎ ওটিজি ব‍্যবহার করে এই ফোনের সাহায্যে অন্য ফোন চার্জ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here