2025 সাল্কে স্বাগত জানানোর জন্য Reliance Jio নতুন রিচার্জ প্ল্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানটি New Year Welcome Plan নামে পেশ করা হয়েছে এবং প্ল্যানের দাম রাখা হয়েছে 2025 টাকা। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড 5G ইন্টারনেট এবং শপিং প্রেমীদের জন্য একাধিক কুপন পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী প্রিপেইড ইউজাররা পার্টনার ওয়েবসাইট থেকে ₹2,150 পর্যন্ত ভাউচার এবং কুপন উপভোগ করতে পারবেন। ফলে এই প্ল্যান রিচার্জ করে খরচের চেয়েও বেশি লাভ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।
2025 টাকা দামের নতুন রিচার্জ প্ল্যান
প্রিপেইড ইউজাররা এই প্ল্যানটি রিচার্জ করে 200 দিন পর্যন্ত আনলিমিটেড 5G ইন্টারনেট প্ল্যান এবং আনলিমিটেড ভয়েস কল উপভোগ করতে পারবেন। তবে 4G কানেকশন ইউজাররা প্রতিদিন 2.5GB করে ডেটা পাবেন। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 500GB ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি SMS পর্যন্ত দেওয়া হবে।
11 জানুয়ারি পর্যন্ত করা যাবে রিচার্জ
কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই প্ল্যানটি রিচার্জ করে গ্রাহকরা ₹468 পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। কারণ এইসব বেনিফিট কোম্পানির ₹349 দামের প্ল্যানেও পাওয়া যায় এবং এই প্ল্যানটি 200 দিনের জন্য রিচার্জ করলে ₹468 টাকা বেশি খরচ হবে। এই প্ল্যানটি 11 জানুয়ারি 2025 পর্যন্ত উপলব্ধ থাকবে।
পাওয়া যাবে 2,150 টাকার কুপন ও ভাউচার
ডেটা ও ভয়েস কল ছাড়াও Jio New Year Welcome Plan রিচার্জ করে বিভিন্ন কুপন পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে ₹500 দামের Ajio কুপন পাওয়া যাবে। কমপক্ষে ₹2,500 শপিং ভ্যালুর ক্ষেত্রে এই কুপন প্রযোজ্য হবে। Swiggy থেকে ₹499 বা আরও বেশি অর্ডার করলে ₹150 ভাউচার এবং Easemytrip.com মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থেকে ফ্লাইট টিকিট বুক করলে ₹1,500 ছাড় পাওয়া যাবে। Android এবং iOS উভয় প্ল্যাটফর্মে MyJio অ্যাপে এইসব কুপন পাওয়া যাবে।