রিলায়েন্স জিও ভারতের একমাত্র টেলিকম কোম্পানি যা শুধুমাত্র 4জি স্পীডে সার্ভিস প্রোভাইড করে। দ্রুতগতিতে বেড়ে চলা জিও নেটওয়ার্ককে টক্কর দিতে অন্যান্য টেলিকম কোম্পানিও একের পর এক সস্তা ও আকর্ষণীয় প্ল্যান পেশ করে চলেছে। কিন্তু এই প্রতিযোগিতায় প্রথম স্থান বজায় রাখার জন্য জিও একটি নতুন আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করেছে। এই অফারে জিও তাদের কাস্টমারদের মাত্র 299 টাকায় 84 দিনের জন্য 252 জিবি 4জি ডেটা দিচ্ছে।
জিও তাদের সব পুরোনো প্ল্যান আপডেট করেছে যার ফলে আগের দ্বিগুণ ডেটা পাওয়া যায়। এর দরুণ 299 টাকায় 252 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন। আগে এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি 4জি ডেটা পাওয়া যেত, এখন এতে প্রতিদিন 3 জিবি করে 4জি ডেটা পাওয়া যাবে।
আগে মোট 126 জিবি ডেটা পুরো ভ্যালিডিটি পিরিয়ড মিলিয়ে পাওয়া যেত, এখন সেখানে মোট 252 জিবি ডেটা পাওয়া যাবে যা 4জি স্পীডে রান করবে। ইন্টারনেটের সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে যা রোমিঙেও কাজ করবে। এর সঙ্গে থাকছে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএসের সুবিধা। আগে এই প্ল্যানের দাম ছিল 399 টাকা। এখন এই প্ল্যানে 100 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাত্র 299 টাকা দিতে হচ্ছে।
মাই জিও অ্যাপ থেকে রিচার্জ করলে 50 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে এবং রিচার্জের পেমেন্ট ফোনপে থেকে করলে অতিরিক্ত 50 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে যা ফোনপে ওয়ালেটে যুক্ত হয়ে যাবে। এইভাবে 399 টাকার প্ল্যানে 100 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে এবং মাত্র 299 টাকা দাম দিতে হবে। এই প্ল্যানটি একটি সীমিত সময়ের মধ্যে রিচার্জ করলে পাওয়া যাবে। যেসব কাস্টমার 30শে জুনের আগে রিচার্জ করবেন শুধুমাত্র তারাই প্রতিদিন 3 জিবি করে 4জি ডেটা উপভোগ করতে পারবেন।