Jio আনতে চলেছে বিশেষ টেকনিক, কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াও করা যাবে কল! শুরু হয়ে গেছে টেস্টিং

Reliance Jio লঞ্চ হ‌ওয়ার পর থেকেই ভারতের টেলিকম সেক্টরে বিপুল পরিবর্তন লক্ষ্য করা গেছে। শুধুমাত্র জিওর দৌলতে ভারতে ইন্টারনেটের দাম কমেছে এবং ইন্টারনেট ব‍্যবহারের পরিমাণ বিপুল বেড়ে গেছে। জিও ইন্ডিয়া দেশের একমাত্র কোম্পানি যারা শুধুমাত্র 4জি নেটওয়ার্কে কাজ করে। সস্তা দামে ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা দেওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের ইউজারদের অত‍্যন্ত কম দামে জিওফোনের মাধ্যমে 4জি ফিচার ফোন উপহার দিয়েছে। ভারতে VoLTE আনার পর এবার জিও একটি নতুন টেকনিক আনতে চলেছে। এই নতুন টেকনিকের নাম VoWiFi এবং কোম্পানি এই টেকনোলজিরটেস্টিং ইতিমধ্যে শুরু করে দিয়েছে।

ভারতে আর লঞ্চ হবে না Sony স্মার্টফোন, জেনে নিন কারণ

অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে যে রিলায়েন্স জিও ভারতে VoWiFi সার্ভিসের টেস্টিং শুরু করে দিয়েছে। টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী এই সার্ভিস মধ‍্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কেরল সার্কেলে শুরু হয়েছে এবং এইসব সার্কেলেই টেস্টিং চলছে। রিপোর্ট অনুযায়ী উক্ত সার্কেলের কিছু আইফোন ইউজার তাদের ফোনে ওয়াইফাই সিম্বল দেখেছেন। এই সিম্বল শুধুমাত্র জিও সিম ইউজারদের ফোনেই দেখা গেছে।

প্রসঙ্গত জিও রিলায়েন্সের 41তম বার্ষিক এজিএমে এই সার্ভিস সম্পর্কে জানিয়ে দিয়েছিল। তবে এই সার্ভিসের টেস্টিং সম্পর্কে কোম্পানি এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। মনে করা হচ্ছে আগামী বছর অর্থাৎ 2020 সালে Reliance Jio অফিসিয়ালি লঞ্চ করে দিতে পারে। জানিয়ে রাখি এই দৌড়ে Reliance Jio এর সঙ্গে সঙ্গে দেশের সরকারি কোম্পানি বিএস‌এন‌এলসহ ভোডাফোন ও আইডিয়াও নেমে পড়েছে।

8 জিবি র‍্যাম, পপ-আপ সেলফি ক‍্যামেরা ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো OPPO K3, জেনে নিন দাম

VoWiFi কি?
VoWiFi কথাটির মানে হলো ভয়েস ওভার ওয়াইফাই। আপাতত ভারতে VoLTE অর্থাৎ ভয়েস ওভার এলটিই সার্ভিস চালু আছে। VoLTE সার্ভিসে সিম নেট‌ওয়ার্কের ইন্টারনেট সার্ভিস ব‍্যবহার করে ভয়েস কল করা হয়। এমনকি কল চলাকালীন ফোনের ইন্টারনেট স্পীডে কোনো পরিবর্তন হয় না। এক‌ই ভাবে VoWiFi সার্ভিসে ভয়েস কল করার জন্য সিম নেটওয়ার্ক বা ইন্টারনেট কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। অর্থাৎ ফোনে নেটওয়ার্ক না থাকলেও কোনো ওয়াইফাই নেটওয়ার্ক ব‍্যবহার করে কল করা যায়। এই টেকনিকের সাহায্যে ভয়েস সার্ভিসকে আইপির সাহায্যে ওয়াইফাই নেটওয়ার্কে ডেলিভার করা হয়।

VoWiFi সার্ভিসের সুবিধা
এই বিশেষ সার্ভিসের দৌলতে ইউজার মোবাইল নেটওয়ার্ক ছাড়াও কল করতে পারবেন। VoWiFi সার্ভিসে সবচেয়ে বেশি লাভবান হবেন দূর দূরান্তের গ্ৰামীণ এলাকার মানুষজন যেখানে টেলিকম কোম্পানির টাওয়ার থাকে না এবং নেটওয়ার্ক কম পৌছায়। এই সার্ভিসে নেটওয়ার্ক কমজোর হলেও ভয়েস কল উপভোগ করা যাবে এবং ইনডোর, আউটডোর এমনকি বেসমেন্টেও হাই কোয়ালিটি কানেক্টিভিটি পাওয়া যাবে। সবচেয়ে বড়ো কথা VoWiFi সার্ভিস জিওফোনের মতো ফিচার ফোনেও ব‍্যবহার করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here