8 জিবি র‍্যাম, পপ-আপ সেলফি ক‍্যামেরা ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো OPPO K3, জেনে নিন দাম

বিগত কয়েক দিন ধরে OPPO K3 স্মার্টফোন সম্পর্কে একাধিক তথ্য জানা গেছে। আজ ফোনটি চীনে অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে। তবে চীন ছাড়া ভারতসহ অন‍্যান‍্য দেশে ফোনটি কবে লঞ্চ করা হবে সেবিষয়ে কিছু জানা যায়নি।

লঞ্চ হলো ZTE Blade A5 2019, জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন ও দাম

ডিজাইন
OPPO K3 ফোনটি পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে, যার ফলে এতে ফুল ভিউ বেজল লেস ডিসপ্লে আছে। ডিসপ্লের তিনদিক সম্পূর্ণ বেজল লেস। তবে এর নিচের দিকে হালকা বডি পার্ট আছে। এতে কোনো রকম নচ দেওয়া হয়নি। কোম্পানির আগের ফোনের মতো এতেও পপ-আপ সেলফি ক‍্যামেরা সাপোর্ট করে। এই পপ আপ সেলফি ক‍্যামেরা ফোনের মাঝামাঝি দেওয়া হয়েছে যা সেলফির কম‍্যান্ড দেওয়া মাত্র ফোন বডির বাইরে বেরিয়ে আসে।

দাম
কোম্পানি OPPO K3 এর তিনটি র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট RMB 1,599 (প্রায় 16,140 টাকা) , 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট RMB 1,899 (প্রায় 19,127 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট RMB 2,299 (প্রায় 23,149 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি নেবুলা পার্পল, মর্নিং হোয়াইট ও সিক্রেট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আজ থেকেই চীনে ফোনটির সেল শুরু হয়ে গেছে।

Truecaller ব‍্যবহার করেন? সাবধান! বেচা হচ্ছে আপনার ব‍্যাক্তিগত তথ্য

স্পেসিফিকেশন
কোম্পানি OPPO K3 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ওপ্পোর ইউজার ইন্টারফেস কালার ওএস 6.0 সহ লঞ্চ করা হয়েছে। OPPO K3 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট দেওয়া হয়েছে যা 2.2 গিগাহার্টস ক্লক স্পীড‌ওয়ালা অক্টাকোর প্রসেসরযুক্ত।

OPPO K3 ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি, 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে। এতে গেম বুস্ট 2.0 ফিচার দেওয়া হয়েছে যা গেমারদের ল‍্যাগ ফ্রি ও স্মুথ পারফরম্যান্স দেবে।

নোকিয়া স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, জেনে নিন কিভাবে পাবেন

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। OPPO K3 তে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য এই ফোনে ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,765 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here