ভারতে আর লঞ্চ হবে না Sony স্মার্টফোন, জেনে নিন কারণ

ভারতীয় স্মার্টফোন মার্কেটের ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সব স্মার্টফোন কোম্পানি তাদের স্মার্টফোনে নতুন নতুন ফিচার যোগ করছে। এক‌ই সঙ্গে কোম্পানিগুলি এটাও চেষ্টা করে যাতে যত কম দামে সম্ভব উন্নত স্পেসিফিকেশন ও ফিচার তাদের ফোনে দেওয়া যায়। এই প্রতিযোগিতা থেকে এখন একটি কোম্পানি সরে গেল, কোনো না কোনো সময় আপনিও হয়তো এই কোম্পানির কোনো প্রোডাক্ট ব‍্যবহার করেছেন। এই কোম্পানির নাম Sony Electronics।

8 জিবি র‍্যাম, পপ-আপ সেলফি ক‍্যামেরা ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো OPPO K3, জেনে নিন দাম

ভারতসহ গোটা বিশ্বের এই মোবাইল ফোন প্রতিযোগিতায় জাপানের এই স্বনামধন্য কোম্পানি দীর্ঘদিন ধরেই ক্রমশ পিছিয়ে পড়ছিল। এই কারণেই এবার কোম্পানি ভারত থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এখন থেকে Sony ভারতে আর কোনো নতুন স্মার্টফোন লঞ্চ করবে না। মোবাইল পোর্টফোলিওয় ক্রমশ ক্ষতির সম্মুখীন হ‌ওয়ায় কোম্পানি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা এখন থেকে আর সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া ও আফ্রিকার মতো দেশে তাদের স্মার্টফোন লঞ্চ করবে না।

লঞ্চ হলো ZTE Blade A5 2019, জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন ও দাম

কোম্পানি আগামী দিনের অর্থাৎ 2020 সালে লাভ করার উদ্দেশ্যে তাদের তরফ থেকে সমস্ত রকম খরচ 50 শতাংশ পর্যন্ত কমাতে চাইছে। এছাড়া কোম্পানি তাদের টেকনোলজি ব‍্যবহার করে তাদের ডিভাইসগুলি আরও উন্নত করে তুলবে।

কোম্পানি ভবিষ্যতে 5জি মার্কেটে লাভ করার জন্য জাপান, ইউরোপ, হংকং ও তাইওয়ানকে তার প্রধান লক্ষ্য হিসেবে ধরে এগোচ্ছে। Sony 2018 অর্থনৈতিক বছরে সেন্ট্রাল ও সাউথ আমেরিকা, মিডিল ইস্ট, সাউথ এশিয়ার মতো কিছু দেশে স্মার্টফোন বেচা বন্ধ করে দিয়েছে। তবে তারা মার্কেটের অবস্থা ও চাহিদার ওপর নজর রেখে চলেছে। অবস্থার উন্নতি ঘটলে তারা আবার মার্কেটে ফিরে আসবে।

Truecaller ব‍্যবহার করেন? সাবধান! বেচা হচ্ছে আপনার ব‍্যাক্তিগত তথ্য

এই জাপানি ইলেকট্রনিক কোম্পানি কিছু দিন আগে চীনে Sony Xperia 1 লঞ্চ করেছিল, কিন্তু ফোনটি হয়তো আর কোনো দিন ভারতে লঞ্চ হবে না। কোম্পানি এবছর বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে তাদের এই ফ্ল‍্যাগশিপ ফোনটি লঞ্চ করেছে। এছাড়াও কোম্পানি Xperia 10 ও Xperia 10+ মিড বাজেট ফোনরূপে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here