Reliance Jio vs Airtel vs Vodafone Idea: জেনে নিন প্রতিদিন 2GB ডেটাওয়ালা কোন কোম্পানির প্ল‍্যান বেস্ট

আজকের দিনে দাঁড়িয়ে ভারতের টেলিকম সেক্টরে গ্ৰাহক আকর্ষণ করার জন্য রীতিমতো ইদুর দৌড় চলছে। টেলিকম কোম্পানিগুলি পুরোনো গ্ৰাহক ধরে রাখার পাশাপাশি নতুন গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য একদিকে যেমন নতুন নতুন প্ল‍্যান পেশ করে তেমনই আবার পুরোনো প্ল‍্যান রিভাইস করতে থাকে। দেশের রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তাদের গ্ৰাহকদের জন্য বিভিন্ন রেঞ্জে আলাদা আলাদা বেনিফিটের প্ল‍্যান চালু করে রেখেছে। আজ আমরা এই পোস্টে উক্ত তিনটি কোম্পানির সেইসব প্ল‍্যান সম্পর্কে কথা বলব যেগুলিতে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যায়।

Reliance Jio এর প্রতিদিন 2GB ডেটাওয়ালা প্ল‍্যান

রিলায়েন্স জিও তাদের গ্ৰাহকদের জন্য ছয়টি এমন প্ল‍্যান পেশ করে রেখেছে যেগুলি রিচার্জ করে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে অ্যাফোর্ডেবল প্ল‍্যানের দাম 249 টাকা। এই প্ল‍্যানে ইউজাররা 28 দিনের ভ‍্যালিডিটির জন্য প্রতিদিন 2 জিবি করে ডেটা, 100টি করে ফ্রি এস‌এম‌এস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।

এই লিস্টের দ্বিতীয় প্ল‍্যানের দাম 444 টাকা। এই প্ল‍্যানে 56 দিন ভ‍্যালিডিটির সঙ্গে প্রতিদিন 2 জিবি করে ডেটা, 100টি করে ফ্রি এস‌এম‌এস ও আনলিমিটেড ভয়েস কল দেওয়া হয়। এক‌ইভাবে কোম্পানির 599 টাকা দামের প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 84 দিন। এছাড়া কোম্পানির 2,399 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে পুরো এক বছরের জন্য অর্থাৎ 365 দিনের জন্য জিও ইউজারদের প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও 100টি করে ফ্রি এস‌এম‌এস দেওয়া হয়। উপরোক্ত চারটি প্ল‍্যানেই সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাকসেস পাওয়া যায়।

এই চারটি প্ল‍্যান ছাড়াও কোম্পানির কাছে আরও দুটি প্ল‍্যান রয়েছে যেগুলি রিচার্জ করলে জনপ্রিয় ওটিটি অ্যাপ হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই দুটি প্ল‍্যানের দাম যথাক্রমে 598 টাকা এবং 2,699 টাকা। এই প্ল‍্যান দুটির ভ‍্যালিডিটি যথাক্রমে 56 দিন ও 365 দিন। এই দুটি প্ল‍্যানেই প্রতিদিন 2 জিবি করে ডেটা দেওয়া হয়। এছাড়া আনলিমিটেড ভয়েস কল ও 100টি করে ফ্রি এস‌এম‌এসের সুবিধা তো আছেই।

Airtel এর প্রতিদিন 2GB ডেটাওয়ালা প্ল‍্যান

টেলিকম কোম্পানি এয়ারটেলের কাছে প্রতিদিন 2 জিবি ডেটাওয়ালা মোট সাতটি প্ল‍্যান আছে। এর মধ্যে 298 টাকা, 449 টাকা, 698 টাকা এবং 2,498 টাকা দামের প্ল‍্যানে যথাক্রমে 28 দিন, 56 দিন, 84 দিন ও এক বছরের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই সবকটি প্ল‍্যানেই প্রতিদিন 2 জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়।

এছাড়া কোম্পানির এই ক‍্যাটাগরির বাকি তিনটি প্ল‍্যানে ইউজারদের ওটিটি প্ল‍্যাটফর্মের সুবিধাও দেওয়া হয়। কোম্পানির 349 টাকা দামের প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 100টি করে ফ্রি এস‌এম‌এসের সঙ্গে আমাজন প্রাইমের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়া 599 টাকা ও 2,698 টাকার দামের প্ল‍্যানে এক বছরের জন্য ডিজনী+ হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশনের সঙ্গে প্রতিদিন 2 জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 100টি করে ফ্রি এস‌এম‌এস দেওয়া হয়। এই দুটি প্ল‍্যানের ভ‍্যালিডিটি যথাক্রমে 56 দিন ও 365 দিন।

Vodafone Idea (Vi) এর প্রতিদিন 2GB ডেটাওয়ালা প্ল‍্যান

ভোডাফোন আইডিয়া ইউজারদের প্রতিদিন 2 জিবি ডেটাওয়ালা প্ল‍্যানে ডবল ডেটার বেনিফিট দেওয়া হয়। কোম্পানির 299 টাকা, 449 টাকা ও 699 টাকা দামের প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 4 জিবি করে ডেটা দেওয়া হয়। এই প্ল‍্যানগুলির ভ‍্যালিডিটি যথাক্রমে 28 দিন, 56 দিন ও 84 দিন। এই তিনটি প্ল‍্যানেই আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।

এছাড়াও কোম্পানির কাছে 595 টাকা, 795 টাকা এবং 2,595 টাকা দামের প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যায়। এই তিনটি প্ল‍্যানের ভ‍্যালিডিটি যথাক্রমে 56 দিন, 84 দিন এবং 365 দিন। এই তিনটি প্ল‍্যানে Zee5 এর সাবস্ক্রিপশনের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও বিনামূল্যে 100টি করে এস‌এম‌এস পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here