Samsung এর A-series এর নতুন স্মার্টফোন Samsung Galaxy A03 Core ফোনটিকে কোম্পানি শেষমেশ ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। এই ফোনে কোম্পানি UNISOC প্রসেসর দিয়েছে। এছাড়া ডিভাইসটিতে 2 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে, এর সাথেই ফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে। এই ফোনটিকে কোম্পানি দুটি কালার অপশনের সাথে পেশ করেছে। আসুন এই আর্টিকেলের মাধ্যমে এই স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে জেনে নিই।
Samsung Galaxy A03 Core
Samsung Galaxy A03 Core স্মার্টফোনটিকে দুটি কালার অপশনের সাথে উপলব্ধ করা হয়েছে, যার মধ্যে ব্ল্যাক এবং ব্লু কালার আছে। কোম্পানি এই ডিভাইসটিকে একটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। ফোনটির 2 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,999 টাকা।
Samsung Galaxy A03 Core এর স্পেসিফিকেশন্স
স্যামসাং এর এন্ট্রি লেভেল Galaxy A03 Core স্মার্টফোনে 6.5-inch HD+ Infinity-V ডিসপ্লে দেওয়া হয়েছে। স্যামসাং এর এই স্মার্টফোনটি অক্টাকোর (কোয়াড 1.6GHZ + কোয়াড 1.2GHz) প্রসেসর যুক্ত। এই ফোনটিকে 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সহ মার্কেটে আনা হয়েছে। স্যামসাং এর এই ফোনটিতে মাইক্রোএসডি কার্ডের সাপোর্ট দেওয়া হয়েছে।
ক্যামেরা ফিচারের কথা বলা হলে স্যামসাং এর Galaxy A03 Core স্মার্টফোনে 8MP এর রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা অটোফোকাস সাপোর্ট করে। এর সাথেই এই ফোনটির ফ্রন্টে 5MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য। স্যামসাং এর এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh এর ব্যাটারী দেওয়া হয়েছে এবং এই ফোনটি ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে না। কানেক্টিভিটি ফিচারের কথা বলা হলে ফোনটিতে ডুয়াল-SIM কার্ড স্লট এবং 4G LTE কানেক্টিভিটি দেওয়া হয়েছে। স্যামসাং এর এই ফোনে এক্সেলেরোমিটার লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন