লিক হল Samsung Galaxy A05 এবং Galaxy A05s এর ক্যামেরা স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

Samsung সস্তা দামের দুটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি খুব তাড়াতাড়ি Galaxy A05 এবং Galaxy A05s নামের দুটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। এর মধ্যে Galaxy A05 ফোনটির মডেল নাম্বার SM-A055F এবং Galaxy A05s এর মডেল নাম্বার SM-A057F। এই ফোনদুটির সম্ভাব্য স্পেসিফিকেশন বিগত দুই মাস ধরে লিকের মাধ্যমে জানা যাচ্ছে। এবার নতুন লিকের মাধ্যমে উভয় ফোনের ক্যামেরা এবং অন্যান্য ফিচার সম্পর্কে জানা গেছে। এই পোস্টে লেটেস্ট লিক থেকে পাওয়া তথ্য সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 12GB RAM এবং 32MP ফ্রন্ট ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 40 Neo, জেনে নিন দাম

Galaxy A05 এবং Galaxy A05s এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.6 ইঞ্চি ডিসপ্লে
  • 50MP রেয়ার ক্যামেরা
  • 4GB RAM
  • মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর
  • 5000m ব্যাটারি
  • 15W ফাস্ট চার্জিং

ডিসপ্লে: Google Play কনসোল অনুযায়ী Galaxy A05 ফোনে 720 x 1600 পিক্সেল রেজ;ইউশন এবং 20:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে থাকবে। গত বছর লঞ্চ করা গ্যালাক্সি A04 ফোনটিতে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই বছর কোম্পানি 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যোগ করতে পারে।

প্রসেসর: Galaxy A05 এবং Galaxy A05s উভয় ফোনে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরপ্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি গ্যালাক্সি A04s ফোনে Exynos 850 প্রসেসর দেওয়া হয়েছিল।

RAM: লিক অনুযায়ী দুটি ফোনেই কমপক্ষে একটি মডেলে অন্তত 4GB RAM থাকতে পারে। মনে করিয়ে দিই Galaxy A04 ফোনে 4GB RAM এর সঙ্গে 64/128GB স্টোরেজ যোগ করা হয়েছিল। এই আপকামিং ফোনের এক্সপ্যান্ডেবল স্টোরেজ 1TB পর্যন্ত হবে।

ক্যামেরা: Galaxy A05 ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে, অন্যদিকে Galaxy A05s ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। উভয় ফোনেই 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে।

ব্যাটারি: উভয় ফোনে ট বছরের মতো 15w চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

কানেক্টিভিটি: এই দুটি ফোনেই ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট সহ ডুয়েল সিম থাকবে বলে আশা করা হচ্ছে। তবে এই দুটি ফোনে 5G কানেক্টিভিটি না থাকার সম্ভাবনাই বেশি।

কবে লঞ্চ হবে Galaxy A05 এবং Galaxy A05s?

এখনও পর্যন্ত Galaxy A05 এবং Galaxy A05s ফোনদুটির লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ফোনদুটি এই বছরের শেষের দিকে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। ফোনদুটির দামও সস্তা রেঞ্জে রাখা হতে পারে। জানিয়ে রাখি গত বছরের Galaxy A04 ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেল ফ্লিপকার্টে 11,499 টাকা দামে সেল করা হয়। আরও পড়ুন: BSNL ইউজারদের জন্য দারুণ খবর! 180 দিন পর্যন্ত চলবে দুটি নতুন প্ল্যান

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here