12GB RAM এবং 32MP ফ্রন্ট ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 40 Neo, জেনে নিন দাম

Highlights

  • এই ফোনে ভেগান লেদার ব্যাক প্যানেল রয়েছে।
  • এই ফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে।
  • এতে 68 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

মোটোরোলা তাদের নিও সিরিজের পরিধি আরও বাড়িয়েছে। ভারতীয় ইউজারদের জন্য কোম্পানি এই সিরিজে Motorola Edge 40 Neo ফোনটি লঞ্চ করেছে। এই বাজেট রেঞ্জের ফোনটিতে 144 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 5000mAh ব্যাটারির মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই পোস্টে মোটোরোলার এই লেটেস্ট ফোনটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: BSNL ইউজারদের জন্য দারুণ খবর! 180 দিন পর্যন্ত চলবে দুটি নতুন প্ল্যান

Motorola Edge 40 Neo এর দাম এবং সেল

  • কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ফোনটির 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 23,999 টাকা।
  • একইভাবে ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটি 25,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • লঞ্চ অফার হিসাবে সীমিত সময়ের জন্য কোম্পানি ফোনটির বেস মডেল 20,999 টাকা এবং টপ মডেল 22,999 টাকার বিনিময়ে সেল করবে।
  • এছাড়া 1,000 টাকা এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস এবং ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পর্যন্ত পাওয়া যাবে।
  • আগামী 28 সেপ্টেম্বর থেকে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট, মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

Motorola Edge 40 Neo এর ডিজাইন

  • Motorola Edge 40 Neo ফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা 5জি ফোনের স্থান দখল করে নিয়েছে। ফোনটি কীনাল বে, বিউটি ব্ল্যাক এবং সুদিং সী কালারে পেশ করা হয়েছে। এতে ভেগান লেদার ব্যাক প্যানেল দেওয়া হয়েছে।
  • ফোনের ব্যাক প্যানেলে বড় ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
  • মডিউলের মধ্যে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং OIS এর ব্র্যান্ডিং লেখা হয়েছে। এছাড়া ব্যাক প্যানেলে একদম মাঝামাঝি মোটোরোলার লোগো যোগ করা হয়েছে।
  • ফোনটির ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। সব দিক থেকেই এই ফোনটির লুক যথেষ্ট আকর্ষণীয়।
  • এই ফোনটিতে IP68 রেটিং রয়েছে। অর্থাৎ ফোনটি জল এবং ধুলোর থেকে ক্ষতিগ্রস্ত হবে না।

Motorola Edge 40 Neo এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Motorola Edge 40 Neo ফোনটিতে 6.55 ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 144Hz রিফ্রেশরেট, 2400 × 1080 পিক্সেল রেজলিউশন, 87.70% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 আসপেক্ট রেশিও এবং pOLED প্যানেল রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে 2.5ghz ক্লক স্পীডযুক্ত DIMENSITY 7030 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G610 MC1 রয়েছে।
  • স্টোরেজ: কোম্পানি এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: Motorola Edge 40 Neo এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে ওআইএস ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Motorola Edge 40 Neo ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 রেটিং, ডুয়েল সিম 5G, ব্লুটুথ এবং ওয়াইফাই এর মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here